দেশজুড়ে

ধরা পড়লো গড়াই নদীর সেই কুমির

ছবি: সংগৃহীত

রাজবাড়ী, মাগুরা ও ঝিনাইদহ জেলার সীমানা দিয়ে বয়ে যাওয়া গড়াই নদীতে এক মাসেরও বেশি সময় ধরে কুমির আতঙ্ক বিরাজ করছিলো।  অবশেষে ঝিনাইদহের শৈলকূপার গড়াই নদী পাড়ের লোকালয় থেকে ধরা পড়েছে একটি কুমির।

বুধবার (১২ মার্চ) রাত ৯টার দিকে উপজেলার হাকিমপুর ইউনিয়নের গড়াই নদী পাড়ের সুবিদ্দা গোবিন্দপুরে গ্রামবাসী মাছ ধরার জাল দিয়ে কুমিরটিকে ঘেরাও করে ধরে ফেলে। শৈলকুপা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) স্নিগ্ধা দাস কু‌মির ধরা পড়ার বিষয়‌টি নি‌শ্চিত ক‌রেছেন।

স্থানীয়রা জানান, দীর্ঘ প্রায় দুই মাস ধরে গড়াই নদী পাড়ের তিন জেলার মানুষ কুমির আতঙ্কে ছিলেনগতকাল রাতে শৈলকুপার গোবিন্দপুর এলাকার গড়াই নদী থেকে একটি কুমির উপরে ওঠে লোকালয়ের দিকে যাচ্ছিলো। সে সময় মাছ ধরার জাল দিয়ে কুমিরটিকে ধরে ফেলা হয়। কুমিরটি প্রায় ৮ থেকে ১০ ফুট লম্বা। পরে কুমিরটিকে বেঁধে ভ্যানে করে এলাকায় আনন্দ মিছিল করে এলাকাবাসী।

ঝিনাইদহ জেলা বন বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জাকির হোসেন বলেন, উৎসুক জনতার ভীড়ের কারণে কুমিরটিকে শৈলকুপা থানা হেফাজতে রাখা হয়েছিলোখুলনা থেকে বন বিভাগের একটি দল এলে শৈলকুপা থানা এবং উপজেলা বন বিভাগের মাধ্যমে তাদের কাছে কুমিরটিকে হস্তান্তর করা হয়েছে।

 

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন কুমির | গড়াই নদী