অ্যাথলেটিকো মাদ্রিদ স্ট্রাইকার হুলিয়ান আলভারেজের টাইব্রেকারে নেওয়া শটে গোল বাতিল হয়েছে। তা নিয়ে বিরূপ প্রতিক্রিয়া দেখিয়েছেন ক্লাবটির কোচ ডিয়েগো সিমিওনে। আর সিমিওনে ও তার দলের এসব প্রতিক্রিয়া নিয়ে বিরক্তি প্রকাশ করেছেন রিয়াল মাদ্রিদ গোলরক্ষক থিবো কোর্তোয়া।
দুই লেগ মিলিয়ে ২-২ ব্যবধানে খেলা শেষ করে দুই মাদ্রিদ- অ্যাথলেটিকো ও রিয়াল। ফলে স্বাভাবিকভাবেই টাইব্রেকারে গড়ায় এই ম্যাচ। আর সেখানেই তৈরি হয়েছিল আরও নাটকীয়তা।
অ্যাথলেটিকোর পক্ষে আলভারেজ যে শটটি নেন, সেই শটে হওয়া গোল বাতিল হয়ে যায়। কারণ ছিল, আলভারেজ শট নিয়েছেন ডান পায়ে কিন্তু শট নেওয়ার আগেই তার বাঁ পা বল স্পর্শ করে। বিষয়টি বুঝতে পেরেছিলেন রিয়াল গোলরক্ষক কোর্তোয়া ও অন্যান্য খেলোয়াড়রা। রেফারি পরীক্ষা করে গোল বাতিলের সিদ্ধান্ত জানান।
এই গোল বাতিল হওয়ায় অ্যাথলেটিকো কোচ সিমিওনে বলেন, ‘‘রেফারি বলেছেন, হুলিয়ান বাঁ-পা দিয়ে আগে বল স্পর্শ করেছেন। অথচ বল একটু নড়লও না! আমি কখনো দেখিনি যে, ভিএআর দিয়ে পেনাল্টি গোল যাচাই করা হয়। আমি বিশ্বাস করতে চাই, তারা দুই পায়ে বল স্পর্শ হওয়া দেখেছেন।’
তিনি বলেন, স্টেডিয়ামে কেউ দুইবার বল স্পর্শ হতে দেখলেন হাত তুলুন। সাংবাদিকদের উদ্দেশে বলেন, আপনারা কেউ দুইবার স্পর্শ হতে দেখেছেন? এভাবেই ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন সিমিওনে।
অ্যাথলেটিকো কোচের এসব কথাবার্তায় এদিকে কোর্তোয়া পাল্টা জবাব দিয়েছেন। তিনি বলেন, ‘দিনশেষে পেনাল্টি হলো লটারির মতো। সে পিছলে পড়েছি এবং বল দুইবার স্পর্শ করেছে। এটা তো গোল হতে পারে না। কারণ বল তো দুইবার স্পর্শ করা যায় না। তার ভাগ্য খারাপ। কিন্তু নিয়ম তো নিয়মই।‘
‘উয়েফার দিক থেকে ব্যাপারটি পরিষ্কার। এই ধরনের ‘ভিক্টিমহুড’ খোঁজার চেষ্টা দেখতে দেখতে বিরক্তি লাগে এখন। সবসময়ই এভাবে কান্নাকাটি করতে থাকে। রেফারি তো স্পেনে বা ইউরোপে কোনো দলকে সুবিধা দিতে চায় না। তাদের কাছে এটা পরিষ্কারই ছিল। প্রযুক্তির সহায়তায়, ভিএআর কক্ষে বসে তারা দেখেছে স্পষ্টভাবে। অনেক ক্যামেরা ও ভিডিও ফুটেজ তাদের আছে।‘
অ্যাথলেটিকোর বিপক্ষে টাইব্রেকারে ৪-২ গোলের ব্যবধানে জিতে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে রিয়াল মাদ্রিদ।
এমএইচ//