স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা ও গণমাধ্যম অধ্যয়ন বিভাগ-এর সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠিত হলো ‘ইফতার ও দোয়া অনুষ্ঠান–২০২৫’।
শুক্রবার (১৪ মার্চ) সন্ধ্যায় রাজধানীর সিদ্ধেশ্বরী ক্যাম্পাসের অডিটোরিয়ামে আয়োজিত এই অনুষ্ঠানের আয়োজন করে স্টামফোর্ড বিশ্ববিদ্যালয় সাংবাদিকতা ও গণমাধ্যম অধ্যয়ন বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশন (SUJJA)।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাংবাদিকতা বিভাগের চেয়ারম্যান ও কলা বিভাগের ডিন কাজী আব্দুল মান্নান, সহযোগী অধ্যাপক মোশাররফ হোসেন, সহযোগী অধ্যাপক সামিয়া আসাদী, সহকারী অধ্যাপক তানিয়া সুলতানা এবং বিভাগের অন্যান্য শিক্ষকবৃন্দ।
সংক্ষিপ্ত বক্তব্যে অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি আলী আফতাব ভূঁইয়া বলেন, “সাংবাদিকতা বিভাগের এই মিলনমেলা সবার সঙ্গে যোগাযোগ ও সম্পর্ক জোরদারের অন্যতম সুযোগ।” ইফতার ও মিলনমেলার এমন আয়োজন ভবিষ্যতেও অব্যাহত রাখার আহ্বান জানান অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ইয়াসিন আরাফাত। এ ছাড়া, অ্যালামনাই অ্যাসোসিয়েশন কমিটির অন্যান্য সদস্যরাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
প্রতিবছরের মতো এবারও ইফতার আয়োজন সাংবাদিকতা বিভাগের সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের এক প্রাণবন্ত মিলনমেলায় পরিণত হয়। শিক্ষার্থীরা জানান, রমজানে এই দিনটির জন্য তারা অধীর আগ্রহে অপেক্ষা করেন। এ যেন ঈদের আগেই আরেক ঈদ আনন্দ তাদের জন্য। ভবিষ্যতে একে-অপরের পাশে থাকার প্রত্যাশা ব্যক্ত করেন অংশগ্রহণকারীরা।