আজ শনিবার (১৫ মার্চ) একটি ভয়াবহ দুর্ঘটনার শিকার হয়েছেন গায়িকা ও অভিনেত্রী পারশা মাহজাবীন। বসুন্ধরা আবাসিক এলাকা থেকে বনানীর স্টুডিওতে যাওয়ার পথে তার গাড়িতে হঠাৎ আগুন ধরে যায়।তবে দ্রুত গাড়ির দরজা খুলে বের হতে পারায় অল্পের জন্য প্রাণে রক্ষা পান তিনি।
পারশা নিজের ফেসবুক পোস্টে এই দুর্ঘটনার কথা জানান।পোস্টে তিনি লিখেছেন, কিছুক্ষণ আগে কুর্মিটোলা হাসপাতালের সামনে আমার উবারে আগুন ধরে যায়।ধোঁয়াতে আমার গলা এখনও জ্বলছে। প্রথমে গাড়ির দরজাও খুলতে পারছিলাম না। আগুন দাউ দাউ করে জ্বলছিল।কীভাবে বেঁচে গেছি, জানি না।
পারশা আরও বলেন, আমি বসুন্ধরায় থাকি এবং আজ আমার কিছু রেকর্ডিং ছিল।তাই বাসা থেকে বের হয়ে কুর্মিটোলা হাসপাতালের কাছাকাছি আসতেই হঠাৎ গাড়িতে আগুন লেগে যায়। গ্যাসের কারণে আমার চোখ ও গলা খুব জ্বলছিল। আমি তখন কিছুই বুঝতে পারছিলামনা।
পারশা মাহজাবীন গায়িকা হিসেবে তার গানে এবং অভিনয়ে ব্যাপক পরিচিতি পেয়েছেন।তিনি ‘ইউকেলেলে বাজিয়ে’ গান গেয়ে শ্রোতাদের মন জয় করেছেন।গেলো মাসে ‘ঘুমপরী’ ওয়েব ফিল্মে তাকে অভিনয় করতে দেখা গেছে। এছাড়া ২০২১ সালে ‘লাইট ক্যামেরা অ্যাকশন’ নাটকের গানে ‘দুজন হেরে যাই’-এ কণ্ঠ দেন তিনি।
পারশার এই দুর্ঘটনার পর ভক্তরা তার দ্রুত সুস্থতা কামনা করছেন এবং তার জন্য শুভকামনা জানাচ্ছেন।
এসকে//