বাংলাদেশে আসছেন হামজা চৌধুরী। সবকিছুই চূড়ান্ত, এখন কেবল অপেক্ষা। আগামীকাল (১৬ মার্চ) যুক্তরাজ্যের স্থানীয় সময় দুপুরে শেফিল্ড ওয়েডনেসডের সঙ্গে ম্যাচ খেলবেন তিনি। এরপরই সিলেটের বিমান ধরার কথা রয়েছে তার। আশা করা হচ্ছে সোমবার (১৭ মার্চ) সিলেট পৌঁছাবেন তিনি।
আগামী ২৫ মার্চ, শিলংয়ে জওহরলাল নেহরু স্টেডিয়ামে এএফসি এশিয়ান চ্যাম্পিয়নশিপের বাছাইয়ের ম্যাচ খেলতে নামবে ভারত ও বাংলাদেশ। সেই ম্যাচে লাল-সবুজের জার্সিতে অভিষেক হবে হামজার।
হামজার পরিবারও তার সঙ্গে আসছেন। তারা মাঠে বসে হামজার অভিষেক দেখতে আগ্রহী। তার বাবা আগেই এসেছেন। সিলেটের বিমানে হামজার সঙ্গে আসবেন তার মা, স্ত্রী, তিন সন্তান ও দুই ভাই।
জানা যায়, ১৯ মার্চ দুপুরে টিম হোটেলে বাংলাদেশ দলের অফিশিয়াল প্রেস কনফারেন্স হবে। যেখানে কোচ, দলীয় অধিনায়ক ও হামজা থাকবেন। একইদিন সকালে অফিশিয়াল ফটোসেশন হবে। সেদিনই সকাল বা সন্ধ্যার দিকে পুরো দল একসাথে অনুশীলন করবে।
হামজা চৌধুরীকে বাংলাদেশ দলের পক্ষ থেকে একটি সংবর্ধনা দেওয়ার কথা থাকলেও, সময় স্বল্পতার কারণে তা আপাতত করা হবে না।
এমএইচ//