আন্তর্জাতিক

চীনে সামরিক বিমান বিধ্বস্ত

আন্তর্জাতিক ডেস্ক

ছবি: সংগৃহীত

চীনের দক্ষিণাঞ্চলীয় হিনান প্রদেশে সামরিক বাহিনীর একটি বিমান বিধ্বস্ত হয়েছে। জানা যায়, প্রদেশটির উন্মুক্ত স্থানী নিয়মিত মহড়ার সময় নৌবাহিনীর ওই বিমানটি বিধ্বস্ত হয়। এই ঘটনায় বিমানের পাইলট নিরাপদে বেরিয়ে আসেন।

শনিবার (১৫ মার্চ) স্থানীয় সময় সকালের দিকে সামরিক বাহিনীর এই বিমানটি বিধ্বস্ত হয়।

চীনের নৌবাহিনী সামাজিক যোগাযোগমাধ্যমে এক বিবৃতি দিয়েছে, দক্ষিণাঞ্চলীয় হিনান প্রদেশের উন্মুক্ত এলাকায় চীনা সামরিক বাহিনীর সাউদার্ন থিয়েটার কমান্ডের একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে।

বিবৃতিতে আরও জানানো হয়, পাইলট সফলভাবে বেরিয়ে এসেছেন এবং কোনও ধরনের ক্ষয়ক্ষতি হয়নি।

সামরিক বিমান বিধ্বস্তের কারণ সম্পর্কে জানতে ইতোমধ্যে তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছে দেশটির নৌবাহিনী। দুর্ঘটনা পরবর্তী সামরিক মহড়া চালিয়ে যাওয়ার বিষয়ে নৌবাহিনী প্রচেষ্টা শুরু করেছে। 

এমএইচ// 

এ সম্পর্কিত আরও পড়ুন চীন | সামরিক বিমান | বিধ্বস্ত