খেলাধুলা

বিশ্বকাপের জন্য এখনই সেট-আপ ঠিক করতে হবে: মিরাজ

স্পোর্টস ডেস্ক

আগামী ২০২৭ ক্রিকেট বিশ্বকাপের জন্য এখন থেকেই প্রস্তুতি নিতে হবে, দলের সেট-আপ ঠিক করতে হবে। এমন মন্তব্য করেছেন বাংলাদেশ দলের অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ।

শনিবার (১৫ মার্চ) মিরপুরে ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) ম্যাচ শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি।

মিরাজ বলেন, ‘দুই-আড়াই বছর বাকি আছে বিশ্বকাপের, এখন থেকেই দলের একটা সেটআপ ঠিক করতে হবে। কারা খেলবে, কোন পজিশনে খেলবে, তা নিয়ে অনুশীলন করতে হবে। খেলোয়াড়দের সুযোগ দিতে হবে। সবাই সবাইকে ব্যাক করতে হবে।‘

মিরাজ সিনিয়রদের অবসর প্রসঙ্গ উল্লেখ করে বলেন,  ‘সবাইকে একটা সময় নিজের জায়গা থেকে সরে যেতে হয়। তাঁদের (আগের প্রজন্মের) যে ভূমিকা ছিল, তাঁরা বাংলাদেশকে একটা ধাপে নিয়ে এসেছেন। আমাদের কাজ থাকবে এখান থেকে আরেকটা ধাপে নিয়ে যাওয়া। আমরা এখনো একটাও ট্রফি জিততে পারিনি। আমাদের লক্ষ্য থাকবে যেকোনো বড় টুর্নামেন্টে যেন একটা ট্রফি জিততে পারি, তখন এটা আমাদের প্রজন্মের জন্য ভালো হবে।’

এরপর তিনি যোগ করেন, ‘এটা একটা প্রক্রিয়া (প্রস্তুতি)। এখন থেকে এটার সিদ্ধান্ত নিতে হবে এবং স্ট্রিক্ট থাকতে হবে। দুই-আড়াই বছর বাকি আছে বিশ্বকাপের, এখন থেকেই দলের একটা সেটআপ ঠিক করতে হবে। কারা খেলবে, কোন পজিশনে খেলবে, তা নিয়ে অনুশীলন করতে হবে। খেলোয়াড়দের সুযোগ দিতে হবে। সবাই সবাইকে ব্যাক করতে হবে।’

বিশ্বকাপের জন্য খেলোয়াড়দের টানা সুযোগ সুযোগ দেওয়ার কথা জানিয়ে এই অলরাউন্ডার বলেন, ‘প্রত্যেকের সঙ্গে সমন্বয় করা খুবই গুরুত্বপূর্ণ। একটা খেলোয়াড়কে প্রতিষ্ঠিত করতে গেলে তাঁকে সুযোগ দিতে হবে। বিশ্বকাপের আগে যতগুলো ওডিআই আছে, সুযোগ দিতে হবে। আমাদের লম্বা সময় ধরে প্রস্তুতি নিতে হবে। দুই–তিন মাস আগে বিশ্বকাপের প্রস্তুতি নিলে (সাফল্য পাওয়া) কঠিন হবে।’

এমএইচ// 

 

 

এ সম্পর্কিত আরও পড়ুন মেহেদী হাসান মিরাজ | বিশ্বকাপ প্রস্তুতি