বিনোদন

সোনুকে দেখেই মুখ ঘোরালেন সালমান!

বায়ান্ন বিনোদন ডেস্ক

ছবি: সংগৃহীত

হোলির পরিবেশেও কি দুই তারকা সম্প্রীতির উদাহরণ স্থাপন করতে পারলেন না? সম্প্রতি একটি ভিডিও প্রকাশের পর এমনই প্রশ্ন উঠেছে বলিউডে। ভিডিওতে সালমান খান এবং সোনু নিগম একই অনুষ্ঠানে থাকলেও, তাদের মধ্যে কোনো কথাবার্তা হয়নি। এমনকি একে অপরকে এক মুহূর্তের জন্যও দেখেননি। এই অস্বস্তিকর পরিস্থিতি নিয়ে বলিউডে আবারও চর্চা শুরু হয়েছে।

ভিডিওতে দেখা যাচ্ছে, একটি অনুষ্ঠানে সালমান এবং সোনু দু'জনেই মঞ্চে উপস্থিত। তবে সোনু নিগমের দিকে তাকিয়ে সলমন খান মুখ ফিরিয়ে নেন এবং মোমবাতি জ্বালানোর জন্য নিজেকে দূরে সরিয়ে রাখেন। অন্যদিকে, সোনু নিগম উপস্থিত অন্যান্য অতিথিদের সঙ্গে মোমবাতি হাতে প্রদীপ জ্বালান, তবে সালামনের সাথে কোনো কথাবার্তা বা একে অপরের মধ্যে কোনো ইঙ্গিত দেখা যায়নি।

এই ঘটনার পরেই বলিউডে চর্চা শুরু হয়েছে। কারণ হোলির এই উৎসবে যেখানে শান্তি ও সম্প্রীতির বার্তা দেওয়া উচিত, সেখানে দুই তারকার মধ্যে এমন অস্বস্তিকর পরিস্থিতি তৈরি হলো। কেন সালমান এবং সোনু একে অপরের সাথে কথা বলছেন না? এর পেছনে রয়েছে ১০ বছর পুরনো একটি বিতর্ক। 

১০ বছর আগে সোনু নিগম প্রভাবশালী গানের প্রযোজক ভূষণ কুমারের বিরুদ্ধে কিছু তিক্ত মন্তব্য করেছিলেন।তিনি অভিযোগ করেন, অনেক শক্তিশালী ব্যক্তি এবং প্রযোজকরা নতুন প্রতিভাদের সুযোগ দিতে চান না, এমনকি সালমান খানের ছবিতেও তার গান খুব কম জায়গা পায়। এই মন্তব্যের পর থেকেই সোনু এবং সালমানের সম্পর্কের মধ্যে টানাপোড়েন শুরু হয়। তারপর থেকেই দু'জনের মধ্যে কোনো যোগাযোগও হয়নি।

ভিডিওটি প্রকাশিত হওয়ার পর সালমান এবং সোনু কোনো প্রতিক্রিয়া জানাননি। তবে বলিউডে এ নিয়ে নানা আলোচনা শুরু হয়ে গেছে। একদল মানুষ বিষয়টি তেমন গুরুত্ব দিচ্ছেন না, আবার অনেকেই মনে করছেন দুই তারকার মধ্যে এমন দূরত্ব বলিউডের ঐক্য এবং বন্ধুত্বের ভাবমূর্তিকে ক্ষতিগ্রস্ত করছে।

এসকে// 

 

এ সম্পর্কিত আরও পড়ুন হোলি | সোনু | সালমান