আন্তর্জাতিক

ইউক্রেন যুদ্ধ বন্ধে পুতিনের সঙ্গে মঙ্গলবার কথা বলবেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক

ইউক্রেন যুদ্ধ বন্ধে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে মঙ্গলবার কথা বলবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফ্লোরিডা থেকে ওয়াশিংটনে ফেরার সময় এয়ার ফোর্স ওয়ানে ট্রাম্প নিজেই সাংবাদিকদের এ কথা জানিয়েছেন। সোমবার (১৭ মার্চ) সংবাদমাধ্যম রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ট্রাম্প বলেন, ‘সপ্তাহান্তে অনেক কাজ হয়েছে। মঙ্গলবার আমি পুতিনের সঙ্গে কথা বলব। দেখতে চায় আমরা যুদ্ধ বন্ধ করতে পারি কিনা। সম্ভবত আমরা পারব, আবার নাও পারতে পারি। তবে আমি মনে করি, আমাদের ভাল সুযোগ রয়েছে।’ 

৩০ দিনের যুদ্ধ বিরতি চুক্তিতে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে রাজি করাতে চেষ্টা চালিয়ে যাচ্ছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রের দেয়া এই প্রস্তাবে ইউক্রেন সম্মতি জানিয়েছে। 

যুদ্ধবিরতি চুক্তিতে কী ছাড় দেয়া হচ্ছে সাংবাদিকদের এমন প্রশ্নে ট্রাম্প বলেন, ‘আমরা ভূখণ্ড নিয়ে কথা বলতে পারি। এছাড় বিদ্যুৎ কেন্দ্রের বিষয়টিও থাকতে পারে। আমাদের দুই পক্ষের (ইউক্রেন ও রাশিয়া) মধ্যে অনেক কিছুই আলোচনা হয়েছে। আমরা কিছু সম্পদ ভাগ করার বিষয়ে ইতোমধ্যে কথা বলেছি।’ 

 

এনএস/      

এ সম্পর্কিত আরও পড়ুন ইউক্রেন | পুতিন | ট্রাম্প | রাশিয়া