বলিউডে হরর সিনেমার এক পরিচিত নাম ছিল জেসমিন।
১৯৮৮ সালে রামসে ব্রাদার্সের ‘বীরানা’ সিনেমা দিয়ে রাতারাতি তারকা হয়ে ওঠেন তিনি। এই সিনেমায় তার অভিনয় দর্শকদের মুগ্ধ করেছিল সাথে ব্যবসায়িক দিক থেকেও খুব সফল হয়। তবে আশ্চর্যজনকভাবে সুপারহিট সিনেমার পরই জেসমিন হঠাৎ করেই বলিউড থেকে নিখোঁজ হয়ে যান।
১৯৭৯ সালে ‘সরকারি মেহমান’ সিনেমার মাধ্যমে জেসমিনের বলিউড যাত্রা শুরু হয়। এই সিনেমায় তিনি বিনোদ খান্নার সাথে অভিনয় করেন। এরপর ১৯৮৪ সালে ‘ডিভোর্স’ সিনেমায় আরও একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেন। তবে তার আসল জনপ্রিয়তা আসে ‘বীরানা’ সিনেমা দিয়ে।
এই হিট সিনেমার পর প্রযোজক ও পরিচালকদের মধ্যে জেসমিনের জন্য এক ধরনের প্রতিযোগিতা তৈরি হয়। কিন্তু সেই সময় তিনি হঠাৎ করে তার ক্যারিয়ার ছেড়ে দেন। অনেকেই ধারণা করেন, মুম্বাইয়ের আন্ডারওয়ার্ল্ডের কুখ্যাত ডন দাউদ ইব্রাহিমের কারণে তিনি বলিউড ছাড়তে বাধ্য হন এবং পরবর্তীতে তিনি বিদেশে চলে যান।
তবে ২০১৭ সালে শ্যাম রামসে এক সাক্ষাৎকারে জানান, জেসমিন এখনও মুম্বাইতেই রয়েছেন এবং তার মায়ের মৃত্যুর পর তিনি বলিউড ছেড়ে চলে যান। সেই সময় ‘বীরানা’ সিনেমার সিক্যুয়েল বানানোর পরিকল্পনা ছিল, কিন্তু তা আর বাস্তবায়িত হয়নি। তারপর থেকে জেসমিনের সম্পর্কে আর কোনও খবর মেলেনি এবং আজও তিনি একটি রহস্যময় ব্যক্তিত্বে পরিণত হয়েছেন।
এসকে//