এশিয়ান জোনাল দাবা চ্যাম্পিয়নশিপের মহিলা বিভাগে চ্যাম্পিয়ন হয়েছেন ওয়াদিফা আহমেদ। শ্রীলঙ্কার কলম্বো থেকে তিনি আরও সুখবর পেয়েছেন। ওয়াদিফা ফিদে মাস্টার থেকে মহিলা আন্তর্জাতিক মাস্টার হয়েছেন। এতে আগামী ৫ জুলাই আসন্ন মহিলা বিশ্বকাপ খেলার সুযোগ অর্জন করলেন তিনি।
ওয়াদিফা জোনাল দাবা চ্যাম্পিয়নশিপে দারুণ ছন্দে থেকেই শুরু করেন। এককভাবে কখনো শীর্ষে থেকেছেন, কখন শ্রীলঙ্কার ওশিনির সঙ্গে যৌথভাবে সবার ওপরের জায়গা দখলে ছিলেন। শেষ রাউন্ডে শুধু ড্র করলেই বিশ্বকাপ খেলার যোগ্যতা অর্জন করতেন তিনি। মঙ্গলবার (১৮ মার্চ) বাংলাদেশের আন্তর্জাতিক মহিলা মাস্টার রাণী হামিদের সঙ্গে ড্র করে সেই সুযোগটা নিজের করে নেন ওয়াদিফা।
এশিয়ান জোনালে ফিদে মাস্টাররা যদি চ্যাম্পিয়ন হন, তবে তাদেরকে সরাসরি মহিলা আন্তর্জাতিক মাস্টার খেতাব দেওয়া হয়। এর জন্য নর্ম পূরণের শর্ত থাকে না এবং রেটিংও ২২০০ এর পরিবর্তে ২০০০ হলেই যথেষ্ট। বর্তমানে ওয়াদিফার রেটিং ২০৯১, সুতরাং তাঁর মহিলা আন্তর্জাতিক মাস্টার হওয়ার পথে কোনো বাধা নেই।
ওয়াদিফা বাংলাদেশের চতুর্থ মহিলা আন্তর্জাতিক মাস্টার। রাণী হামিদ ১৯৮৫ সালে প্রথম মহিলা আন্তর্জাতিক মাস্টার হয়েছেন। এরপর এই খেতাব জেতেন শামীমা সুলতানা। তৃতীয় আন্তর্জাতিক মহিলা মাস্টার হয়েছিলেন শিরিন সুলতানা।
এমএইচ//