সংস্কার নাকি আগে নির্বাচন এমন প্রশ্নে কোন ধরণের চাপে নেই জাতীয় ঐক্যমত কমিশন বলে জানিয়েছে সংবিধান কমিশনের প্রধান ও জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি আলী রিয়াজ। তিনি বলেছেন, তাদের যা দায়িত্ব দেওয়া হয়েছে তারা তাই করেছে।
বৃহস্পতিবার (২০ মার্চ) সকালে জাতীয় ঐক্যমত কমিশনের সংসদ ভবনে অবস্থিত নিজ কার্যালয়ে তিনি এসব জানান।
ঐক্যমত কমিশন রাজনৈতিক চাপে আছে কিনা এমন প্রশ্নের জবাবে আলী রিয়াজ জানান, ‘জাতীয় ঐক্যমতের প্রধান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। সুতরাং চাপের কোনো প্রশ্ন আসে না বা দেখি না।‘
তিনি আরও বলেন, ‘ আমাদের কাজ রাজনৈতিক দলগুলোর সুপারিশ তুলে ধরা। রাজনৈতিক দলগুলো বলবে, আমরা তাদের দেওয়া সুপারিশ নিয়ে আলোচনা করে সংস্কারের জন্য একটা জায়গায় যেতে চাই।‘
বিএনপির পক্ষ থেকে কি মতামত দেওয়া হয়েছে কিনা এমন প্রশ্নের জবাবে আলী রিয়াজ বলেন বিএনপি এখনো মতামত দেয়নি। আসছে দু-একদিনের মধ্যে আশা করি বিএনপি মতামত দেবে। আর আসছে
তিনি আরও বলেন, দুই বা তিন দিনের মধ্যে ছাত্রদের সংগঠন এনসিপির পক্ষ থেকে মতামত দেওয়া হচ্ছে না। তাদের মতামত পাওয়া গেলে ঈদের পর থেকে অন্যান্য দলের সঙ্গেও আলোচনা শুরু হবে।
এর আগে জামায়েতের ইসলামীর পক্ষ থেকে জাতীয় ঐক্যমত কমিশনের কাছে সংস্কার প্রস্তাবের লিখিত কপি জমা দেওয়া হয়। দলটির সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ারের নেতৃত্বে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে সংস্কার প্রস্তাব জমা দেওয়ার হয়।
এমএ//