পাকিস্তানের লাহোরে আগামী ৫ এপ্রিল থেকে ১৯ এপ্রিল পর্যন্ত চলবে নারী ওয়ানডে বিশ্বকাপের বাছাইপর্ব। বাংলাদেশের মেয়েরাও অংশ নেবে এই টুর্নামেন্টে। এখান থেকে বিশ্বকাপের মূল পর্ব খেলা হবে তাদের লক্ষ্য। শনিবার (২২ মার্চ) থেকে নারী দলের ক্যাম্প শুরু হচ্ছে, যা ১ এপ্রিল পর্যন্ত চলমান থাকবে।
নারী দলের প্রধান কোচ হিসেবে কিছুদিন আগে নিয়োগ পেয়েছেন অভিজ্ঞ সারোয়ার ইমরান। জাতীয় দলের সাবেক ব্যাটিং কোচ ডেভিড হেম্পকে নারী দলের ব্যাটিং ইউনিটের দায়িত্ব দেওয়া হয়েছে।
এছাড়াও বাংলাদেশ দলের সাবেক ক্রিকেটার আশিক মজুমদারকে নারী দলের ফিল্ডিং কোচ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। আগামীকাল প্রথম দিনের ক্যাম্পে সকল কোচ উপস্থিত থাকবেন বলে জানা গেছে।
সবকিছু ঠিক থাকলে আগামী ৩ এপ্রিল (বৃহস্পতিবার) বাছাইপর্ব খেলতে দেশ ছাড়বে বাংলাদেশ দল।
এমএইচ//