ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটির (আইওসি) নতুন সভাপতি নির্বাচিত হয়েছে ক্রিস্টি কভেন্ট্রি। তিনি জিম্বাবুয়ের ক্রীড়া মন্ত্রী ও দেশটির সাবেক সাঁতারু। আইওসি’র ১৩০ বছরের ইতিহাসে এবারই প্রথম নারী ও আফ্রিকান সভাপতি নির্বাচিত হলেন কেউ। কভেন্ট্রির বয়স ৪১ বছর।
২০১৩ সাল থেকে আইওসি’ সভাপতির দায়িত্ব পালন করে আসছিলেন টমাস বাখের। কভেন্ট্রি আগামী ২৩ জুন অলিম্পিক দিবসে দায়িত্ব গ্রহণ করবেন। তিনি অন্তত ৮ বছর এই পদে থাকবেন।
কভেন্ট্রি সিডনি ২০০০ থেকে টানা পাঁচটি অলিম্পিক আসরে অংশ নিয়েছেন। যারমধ্যে ২০০৪ এথেন্স অলিম্পিকে জিতেছেন একটি সোনাসহ ৩ টি পদক। এরপর ২০০৮ বেইজিং অলিম্পিকে একটি সোনাসহ চারটি পদক জেতেন।
তিনি ২০১৬ রিও অলিম্পিক খেলে অবসর নেন। যুক্তরাষ্ট্রের অবার্ন বিশ্ববিদ্যালয় থেকে হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট ম্যানেজমেন্টে ব্যাচেলর ডিগ্রি নিয়েছেন কভেন্ট্রি। এরপর তিনি রাজনীতিতে যোগ দেন। তিনি ২০০৮ সাল থেকে জিম্বাবুয়ের যুব ও ক্রীড়ামন্ত্রীর দায়িত্ব পালন করে আসছিলেন।
এমএইচ//