বিনোদন

গৌরিকে মেনে নেবে আমিরের পরিবার? যা জানালেন দিদি নিখাত

দুটি বিয়ে ভাঙার পর ফের প্রেমে পড়েছেন বলিউড অভিনেতা আমির খান। আপাতত তাই বলিপাড়ায় তারকা আমিরের সঙ্গে তা র ব্যক্তিগত জীবনও চর্চার কেন্দ্রবিন্দুতে। বলাভালো পেশাদার জীবনের থেকেও বেশি তার ব্যক্তিগত জীবন নিয়েই বেশি আলোচনা হচ্ছে, যে এই বয়সে আমির আবারও তৃতীয়বারের জন্য প্রেমে পড়েছেন। আর ১৪ ফেব্রুয়ারি, শুক্রবার আমিরের ছিল সুপারস্টারের ৬০তম জন্মদিন। এই বিশেষ দিনে আমিরের অনুরাগীরা তাকে অসংখ্য শুভেচ্ছা জানিয়েছেন। জন্মদিনের ঠিক আগের দিন রাতে আমির পাপারাৎজিদের সঙ্গে তার নতুন প্রেমিকা গৌরী স্প্র্যাটের সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছেন।

দিন কয়েক আগেই বাপের বাড়ি থেকে চোখে জল নিয়ে বেরতে দেখা গিয়েছিল আমিরকন্যা ইরা খানকে। সেই ক্যামেরাবন্দি দৃশ্য ভাইরাল হতেই জল্পনার সূত্রপাত, ষাট বছর বয়সে বাবার নতুন প্রেমিকা কিংবা বিয়ের জল্পনা মেনে নিতে হয়তো মেনে নিতে পারেননি তিনি।

আমিরের প্রেমের খবরে যখন সরগরম বলিপাড়া, ইতি-উতি ‘প্রৌঢ়’ সুপারস্টারকে নিয়ে চটুল খবর রটছে, সেই আবহেই মিস্টার পারফেকশনিস্ট-এর দিদি নিখাত জানালেন নতুন স্ত্রী হিসেবে পরিবার কি মেনে নেবে গৌরিকে? রিনা দত্ত, কিরণ রাও দুই পক্ষেরই সন্তান রয়েছে, তাদের কী মত?

নিখাত জানালেন, আমরা খুব খুশি আমির আর গৌরির জন্য। কারণ ওঁরা দুজনেই খুব ভালো মানুষ। আর আমাদের পরিবারের সকলেই চায় ওঁরা সারাজীবন একসঙ্গে ভালো থাকুক।

সম্প্রতি মালয়ালি সিনেমা ‘এল২: এমপুরান’ সিনেমার প্রিমিয়ারে গিয়েই ভাইয়ের নতুন প্রেম নিয়ে মুখ খোলেন নিখাত। অতঃপর খান পরিবার যে গৌরি স্প্র্যাটকে নিয়ে বেশ খুশি, সেটা স্পষ্ট করে দিলেন তিনি। উল্লেখ্য, বিচ্ছেদের পরও প্রাক্তন দুই স্ত্রীয়ের সঙ্গে বন্ধুত্ব অটুট রয়েছে আমিরের। কোনও মান-অভিমানের পালা নেই। একে-অপরের পাশে থাকেন। সেই পরিবারেরই ‘নতুন সদস্য’ হিসেবে তারা মেনে নিয়েছেন গৌরিকে।

তবে আমিরের পরিবারের সকলে, এমনকী প্রাক্তন দুই স্ত্রীও গৌরীকে মেনে নিয়েছেন বলে জানা গেছে। তাদের ছবি ধরাও পড়েছে প্রাক্তন ক্রিকেটার ইরফান খানের জন্মদিনের পার্টিতে। আমিরের প্রাক্তন দুই স্ত্রীয়ের সঙ্গে দেখা গিয়েছিল নতুন প্রেমিকা গৌরী স্প্র্যাটকেও।

 

জেএইচ

এ সম্পর্কিত আরও পড়ুন আমির