গাজায় হামলার প্রতিবাদে ইসরাইলে ক্ষেপণাস্ত্র হামলা করে হুতি যোদ্ধারা। হামলার পরই ইসরাইলজুড়ে বেজে উঠে সাইরেন। আর তা শুনেই দৌড় শুরু করেন বিভিন্ন স্থানে থাকা ইসরাইলিরা।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা জানিয়েছে, ফের ইসরাইলে হামলা চালিয়েছে হুতি যোদ্ধারা। এ হামলাকে ‘গুণগত অভিযান’ হিসেবে বর্ণনা করেছে তারা।
প্রতিবেদনে বলা হয়, ইসরাইলে হামলার সময় সাইরেন বাজানো হয়। সেই ভয়ে ইসরাইলিরা লুকানোর জন্য রাতভর ছুটতে থাকেন। এ ঘটনার এক ভিডিওতেও দেখা গেছে সেই চিত্র।
তবে ইসরাইলি সেনাবাহিনী দাবি করেছে, তারা মাঝ আকাশেই ক্ষেপণাস্ত্রগুলো প্রতিহত করেছে।
ইসরাইলি সেনাবাহিনী আরও জানায়, গাজা থেকে তিনটি রকেট ছোড়া হয়েছে, একটি ভূপাতিত করা হয়েছে, দুটি রকেট খোলা জায়গায় পড়েছে।
হামাসের পাল্টা দাবি করেছে বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে ইহুদিবাদী গণহত্যার জবাবে তেল আবিবে রকেট হামলা চালিয়েছে তারা।
এমএ//