আন্তর্জাতিক

ব্যাংককে ইউনূস-মোদির বৈঠক নিয়ে যা বললো ভারত

আন্তর্জাতিক ডেস্ক

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল

আগামী এপ্রিলের প্রথম সপ্তাহে ব্যাংককে বিমসটেকের শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে। সেখানে উপস্থিত থাকবেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

সেই সম্মেলনের ফাঁকে মোদি ও ইউনূসের ধ্যে কোন ধরনের বৈঠকে হবে কি না, সে ব্যাপারে বিস্তারিতভাবে কিছু বলেনি ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। শুক্রবার (২১ মার্চ) নিয়মিত ব্রিফিংয়ে মুখপাত্র রণধীর জয়সওয়াল জানান, তাঁর কাছে এ ব্যাপারে বিস্তারিত কোন তথ্য নেই।   

এপ্রিলের ২ থেকে ৪ তারিখে থাইল্যাল্ডের রাজধানী ব্যাংককে ষষ্ঠতম বিমসটেকের শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে আর সেই সম্মেলনে মোদির সঙ্গে ইউনুসের বৈঠকের ব্যাপারে আগ্রহ দেখিয়েছে ঢাকা। বিষয়টি নিশ্চিত করেছে অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন

শুক্রবার (২১ মার্চ) ভারতের সংবাদমাধ্যম দ্য হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে বলা হচ্ছে, ইউনূস মোদির এই সম্ভাব্য বৈঠক নাও হতে পারে। বিষয়টি নিয়ে জানা আছে তিনজন ব্যক্তি সংবাদমাধ্যমটিকে বিষয়টি নিশ্চিত করেছে।  

নাম প্রকাশে অনিচ্ছুক এসব ব্যক্তি বলছেন, বর্তমানে বাংলাদেশ ও ভারতের সম্পর্কে যে টানাপোড়েন চলছে, সেই হিসেবে বলা যায় দুই দেশের নেতাদের মধ্যে বৈঠক নাও হতে পারে। বিশেষ করে বাংলাদশের অন্তর্বর্তী সরকারের বেশকিছু উপদেষ্টা ভারত সম্পর্কে যে ধরনের বক্তব্য দিচ্ছে, তা মোটেও আনুষ্ঠিক বৈঠকের জন্য অনুকূল নয়

 

 

এনএস/

এ সম্পর্কিত আরও পড়ুন মোদি | ইউনূস