আওয়ামী লীগকে মাফিয়া ও ফ্যাসিস্ট আখ্যায়িত করে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, মাফিয়া গোষ্ঠীর রাজনীতিতে ফেরার যেকোনো প্রচেষ্টাকে প্রতিহত করতে হবে।
শুক্রবার (২১ মার্চ) রাত সাড়ে ৮টার দিকে জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন।
নাহিদ ইসলাম বলেন, আওয়ামী লীগ এখন কোনো রাজনৈতিক দল নয়, তারা গণহত্যাকারী। এদেশে রাজনীতির কোনো অধিকার তাদের নেই। আওয়ামী লীগের দল মতাদর্শ ও মার্কার বিরুদ্ধে জনগণ ৩৬ জুলাই রায় জানিয়ে দিয়েছে।
এনসিপির আহ্বায়ক বলেন, জুলাই গণহত্যার জন্য আওয়ামী লীগের বিচার করতে হবে। একই সঙ্গে বিচার চলাকালে আওয়ামী লীগের নিবন্ধন বাতিল ও তাদের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করতে হবে।
আওয়ামী লীগের রাজনীতি নিয়ে একটি বিদেশি গণমাধ্যমে দেয়া প্রধান উপদেষ্টার সাক্ষাৎকারের নিন্দা জানিয়ে তিনি বলেন, প্রধান উপদেষ্টা সরকার প্রধানের মতো গুরুত্বপূর্ণ দায়িত্বে থেকে এমন বক্তব্য দিতে পারেন না। আমরা তার বক্তব্যের নিন্দা জানাই।
নির্বাচন বা রাজনীতির বিষয়ে সেনাবাহিনীর কোনো মতামত দেওয়ার এখতিয়ার নেই বলে মনে করেন সরকারের সাবেক এ তথ্য উপদেষ্টা।
এক প্রশ্নের জবাবে এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেন, সেনাবাহিনীর সঙ্গে তাদের যে আলোচনা হয়েছে সেটা সরাসরি রাজনীতিতে হস্তক্ষেপের শামিল। রাজনীতি রাজনীতিবিদদের হাতে থাকা উচিত।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আখতার হোসেন সিনিয়র যুগ্ম আহ্বায়ক শামান্তা শারমিন, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম, সিনিয়র সদস্য সচিব ডা. তাসনিম জারা প্রমুখ।
আই/এ