বসন্তের মৃদু হাওয়ার সঙ্গে এখন যোগ হয়েছে বৃষ্টি আর বজ্রপাতের ছোঁয়া। আকাশে কালো মেঘের আনাগোনা, কখনো দমকা হাওয়া, আবার কোথাও ঝরছে শিলাবৃষ্টি- এ যেন প্রকৃতির এক ভিন্ন রূপ। আবহাওয়া অফিস জানিয়েছে, রাজধানী ঢাকাসহ দেশের আট বিভাগেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
শনিবার (২২ মার্চ) ঢাকা, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেটের বিভিন্ন জায়গায় ঝড়ো বা দমকা হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে। কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টিও হতে পারে। এছাড়া দিনের ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।
আগামীকাল রোববার (২৩ মার্চ) ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ময়মনসিংহ ও সিলেটের দু-এক জায়গায় বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও শিলাবৃষ্টিরও সম্ভাবনা রয়েছে। দেশের অন্যান্য স্থানে আকাশ আংশিক মেঘলা থাকলেও আবহাওয়া মূলত শুষ্ক থাকবে। এদিন তাপমাত্রায় তেমন পরিবর্তন আসবে না।
অর্থাৎ, সারাদেশে গরমের তীব্রতা কিছুটা কমলেও বৃষ্টির সঙ্গে বজ্রপাত ও ঝড়ো হাওয়ার দেখা মিলতে পারে।
এসি//