ফুটবল

আর্জেন্টিনা ম্যাচ থেকে ছিটকে গেলেন আলিসন

বিশ্বকাপ বাছাইয়ে কলম্বিয়ার বিপক্ষে ব্রাজিলের ২-১ গোলে জয়ের ম্যাচে মাথায় চোট পান আলিসন বেকার।  আঘাত পাওয়ার পর মাঠ থেকে উঠেও যেতে হয় তাকে।

সেই চোটের কারণে এবার আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচ মিস করতে যাচ্ছেন তিনি।  আগামী বুধবার বাংলাদেশ সময় সকালে আর্জেন্টিনার বিপক্ষে খেলবে ব্রাজিল।

আলিসনের ক্লাব লিভারপুল এক বিবৃতিতে জানিয়েছে, ব্রাজিল ছেড়ে ইংল‍্যান্ডে ফিরে যাচ্ছেন তিনি।

মার্সিসাইডে ফিরে আসছে আলিসন। সেখানে লিভারপুলের চিকিৎসকরা তার অবস্থা পরীক্ষা-নিরীক্ষা করবেন।

 

আলিসনের জায়গায় ডাকা হয়েছে পালমেইরাসের গোলকিপার ওয়েভেরতনকে।  

এ সম্পর্কিত আরও পড়ুন আলিসন