বিশ্বকাপ বাছাই পর্বে কলম্বিয়ার বিপক্ষে ২-১ ব্যবধানে জয় পেয়েছে ব্রাজিল। সেই ম্যাচে চোট পেয়েছেন আলিসন বেকার। এজন্য ব্রাজিলের পরবর্তী ম্যাচ আর্জেন্টিনার বিপক্ষে খেলতে পারবেন না তিনি।
‘সুপারক্লাসিকোয়’ মূল গোলরক্ষক আলিসনের বদলে ডাক পেয়েছেন ওয়েভারতন। জাতীয় দলে ফিরতে পেরেই ভীষণ খুশি তিনি এবং মাঠে নামার আশায় হয়ে উঠেছেন আরও আত্মবিশ্বাসী। সিবিএফ টিভিতে দেওয়া সাক্ষাৎকারে পালমেইরাসের এই গোলরক্ষক শুনালেন প্রত্যাশার কথা,
“আমরা ব্রাজিলিয়ান এবং যখন জাতীয় দল খেলে তখন আমরা সবাই আবেগপ্রবণ হয়ে পড়ি এবং একত্রে গলা ফাটাই। আমি (কলম্বিয়ার বিপক্ষে জয়ে) উল্লাস করেছি, উদযাপন করেছি। আলিসনের প্রতি সম্মান রেখে বলছি, শুক্রবার দলে ডাক পাওয়ায়, জাতীয় দলের জার্সি আবার পরতে পারব এবং এখানে সবার সঙ্গে থাকতে পারব ভেবে আমি খুব খুশি হয়েছিলাম। আশা করি, মঙ্গলবার আরেকটি জয় নিয়ে ফিরতে পারব আমরা।“