বয়স যখন ১১-১২ বছর তখন জনসমক্ষে এক পরিচালক অবনীত কৌরকে ভীষণভাবে অপমানিত করেছিলেন, যা তার আত্মবিশ্বাসকে চূর্ণ-বিচূর্ণ করে দিয়েছিল। জটিল কিছু শব্দ বলতে গিয়ে তোতলাতে শুরু করলে পরিচালক তখন রূঢ়ভাবে তার সঙ্গে কথা বলতে শুরু করেন এবং এক পর্যায়ে তাকে অপমান করেন। এমনকি অবনীতার কোনো কিছু করার ক্ষমতা নেই বলেও মন্তব্য করেছিলেন সেই পরিচালক ।
ঘটনাটি একটি শুটিং সেটে ঘটে। যেখানে তার বাবা-মা কেউই উপস্থিত ছিলেন না, ছিলেন শুধু তিনি একা। পরিস্থিতি এতটাই ভয়াবহ হয়ে উঠেছিল যে, অবনীত শুটিং সেট থেকে বেরিয়ে এসে বাবা-মায়ের কাছে গিয়ে সমস্ত ঘটনার বিবরন জানিয়েছিলেন।
তিনি জানান, এই বয়সে এমন পরিস্থিতির স্বীকার তাকে মানসিকভাবে বিপর্যস্ত করেছিল। তার উপর পরিচালকের এমন মন্তব্য দীর্ঘ সময়ের জন্য তাকে নিরাপত্তাহীনতায় ভুগিয়েছিল। অবনীত আরও জানান,তার ভবিষ্যৎ নিয়েও অশুভ মন্তব্য করেছিলেন সেই পরিচালক।
এছাড়া অবনীত কৌরকে শারীরিক হেনস্থারও শিকার হতে হয়েছিল।
তাকে নাকি এক নাচের মহড়ার সময়ে প্রায়ই শারীরিকভাবে স্পর্শ করা হতো,যা তাকে নিরাপত্তাহীনতায় ভুগিয়েছিল। মাকে এই বিষয়ে জানানোর পর,মা তাকে ভালো ও খারাপ স্পর্শের মধ্যে পার্থক্য বোঝান। সম্প্রতি অবনীত কৌর বলিউডে পরিচিত একটি নাম। বর্তমানে তাকে ‘লভ ইন ভিয়েতনাম’ ছবিতে অভিনয় করতে দেখা যাচ্ছে, পাশাপাশি টম ক্রুজের ছবি ‘মিশন ইমপসিবল-দ্য ফাইনাল রেকর্ডিং’ এও তিনি অংশ নিচ্ছেন।
অবনীত কৌর তার শুটিং চলাকালীন জীবনে অনেক কঠিন মুহূর্ত পার করেছেন এবং তার অভিজ্ঞতাগুলি এখন প্রকাশ্যে এনেছেন, যা তার সংগ্রাম এবং সাহসিকতার প্রতীক হয়ে দাঁড়িয়েছে।
এসকে//