সাকিব আল হাসানকে আবারও বেটিং সাইটের বিজ্ঞাপনে দেখা গেছে। ‘ওয়ান-এক্স-বেট’ নামে একটি বেটিং প্রতিষ্ঠানের বিজ্ঞাপনে দেখা গেছে সাকিবকে। এর আগেও ‘বেট উইনার নিউজ’ নামে এক প্রতিষ্ঠানের সঙ্গে জড়িয়ে বিতর্কিত হয়েছিলেন বাংলাদেশের এই তারকা ক্রিকেটার।
শনিবার (২২ মার্চ) সাকিবের ফেসবুক পেজ থেকে একটি ভিডিও প্রকাশিত হয়। যেখানে তাকে ওয়ান-এক্স-বেট প্রতিষ্ঠানের বিজ্ঞাপনে অংশ নিতে দেখা যায়। যদিও বাংলাদেশের আইনে যেকোনো বেটিং বা জুয়ার প্রচার নিষিদ্ধ।
সাকিব আন্তর্জাতিক ক্রিকেটের সঙ্গে নেই লম্বা সময় ধরে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নতুন কেন্দ্রীয় চুক্তিতে নেই তার নাম। মূলত রাজনৈতিক পট পরিবর্তনের পর থেকে মাঠের ক্রিকেটে ফেরা কিছুটা কঠিন হয়ে গেছে সাকিবের জন্য। একইসাথে কঠিন হয়ে গেছে তার দেশে ফেরা।
কিছুদিন আগে বোলিং অ্যাকশন থেকে নিষিদ্ধ হয়েছিলেন। এরপর খুব সম্প্রতি পরীক্ষা দিয়ে অ্যাকশন সংশোধন করেছেন। স্বীকৃত ক্রিকেটে বল করতে আর কোনো অসুবিধা নেই সাকিবের।
বাংলাদেশের জার্সিতে তিনি ফিরতে পারবেন কি না, তা নিয়ে অবশ্য প্রশ্ন থাকছেই। এরমধ্যে টেস্ট ও টি-টোয়েন্টি সংস্করণ থেকে অবসর নিয়েছেন এক সময়ের বিশ্বসেরা এই অলরাউন্ডার।
এমএইচ//