জাতীয়

ঈদযাত্রায় ভাড়া নৈরাজ্য বন্ধের দাবি যাত্রী কল্যাণ সমিতির

আসন্ন ঈদুর আজহায় ঘরমুখো যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় এবং হয়রানি বন্ধের আহ্বান জানিয়েছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি। রোববার (২৩ মার্চ) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে সংগঠনের মহাসচিব মোজাম্মেল হক চৌধুরী এই দাবি জানায়।

বিবৃতিতে তিনি অভিযোগ করে জানান, সড়ক, নৌ ও আকাশপথে বিভিন্ন পরিবহন অতিরিক্ত ভাড়া করছে। সরকার কঠোর ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিলেও তা বাস্তবে কার্যকর হচ্ছে না। যাত্রীদের প্রতিনিধিদের বাদ দিয়ে স্বৈরাচারী কায়দায় পরিবহন মালিকদের নিয়ে মনিটরিং টিম গঠন করা হয়েছে।

তিনি আরও বলেন, সড়কে চাঁদাবাজি কমলেও ভাড়া কমানো হয়নি, ফলে যাত্রীরা সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন। এবারের ঈদে ঢাকা থেকে উত্তরবঙ্গের রুটে এসি-ননএসি বাসে ৩০০ থেকে ১৫০০ টাকা পর্যন্ত অতিরিক্ত ভাড়া নেওয়া হচ্ছে। চট্টগ্রাম থেকে উত্তরবঙ্গগামী বাসেও দ্বিগুণ ভাড়া আদায়ের অভিযোগ পাওয়া গেছে। কুমিল্লা, নোয়াখালী, ফেনী, বগুড়া, নওগাঁ, পঞ্চগড় ও ঠাকুরগাঁওয়ের যাত্রীদেরও একই দুর্ভোগ পোহাতে হচ্ছে। 

এছাড়া সদরঘাট থেকে দক্ষিণাঞ্চলের বিভিন্ন নৌরুটে ঈদের অগ্রিম টিকিট বেশি দামে বিক্রি করা হচ্ছে। বিমান ভাড়াতেও অসঙ্গতি দেখা যাচ্ছে, বিশেষ করে ঢাকা-সৈয়দপুর, ঢাকা-কক্সবাজার ও ঢাকা-চট্টগ্রাম রুটে যাত্রীদের গুণতে হচ্ছে বাড়তি টাকা। ।

যাত্রী কল্যাণ সমিতি দ্রুত এসব অনিয়ম বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানাচ্ছে, যাতে সাধারণ মানুষ নির্বিঘ্নে ঈদযাত্রা করতে পারেন।  

এমএ//

এ সম্পর্কিত আরও পড়ুন ঈদ যাত্রা | যাত্রী কল্যাণ সমিতি