সাভারের আশুলিয়ায় মহাসড়কের জমি ও ফুটপাত দখল করে গড়ে উঠা অবৈধ স্থাপনা উচ্ছেদের সময় পুলিশের উপর হামলা চালিয়েছে অবৈধ দখলদারদেরা। এসময় তারা পুলিশের একটি গাড়িতে ভাঙচুর চালায়। পরে অতিরিক্ত পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে বুলডোজার এসব অবৈধ স্থাপনা গুড়িয়ে দেয়।
রোববার (২২ মার্চ) দুপুরে আশুলিয়ার নবীনগর-চন্দ্রা মহাসড়কের বলিভদ্র বাজারে এ ঘটনা ঘটে। সাভার সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শাহীনুর কবির গণমাধ্যমকে এ তথ্য জানান।
তিনি জানান, আসন্ন ঈদকে ঘিরে সড়কে যানচলাচল স্বাভাবিক রাখতে ও পথচারীদের যাতায়াতের সুবিধার্থে সড়ক ও ফুটপাত দখলমুক্ত করতে অভিযান শুরু করা হয়েছে। অভিযানের অংশ হিসেবে ঢাকা-আরিচা ও নবীনগর-চন্দ্রা মহাসড়কের বিভিন্ন পয়েন্টে অবৈধ স্থাপনা উচ্ছেদ শেষ করে নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে বলিভদ্র বাজার এলাকায় উচ্ছেদে গেলে সড়ক ও ফুটপাত দখল করে গড়ে তোলা দখলদাররা পুলিশের ওপর হামলা চালানোর চেষ্টা করে এবং ইটপাটকেল নিক্ষেপ করে পুলিশের ১টি যানবাহনে ভাঙচুর চালায়।
পরে অতিরিক্ত পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেন এবং বুলডোজার দিয়ে অবৈধ স্থাপনা গুড়িয়ে দেয়া হয়। এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চালানো হচ্ছে বলেও জানিয়েছেন এই পুলিশ কর্মকর্তা।
আই/এ