নেশন লিগের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে পর্তুগালের বিপক্ষে গোল করে ক্রিশ্চিয়ানো রোনালদোর মতো উদ্যাপন করেছিলেন রাসমুস হয়লুন্দ। সেই গোলেই ১-০ গোলে জয় পায় ডেনমার্ক।
ম্যাচ শেষে অবশ্য ম্যানচেস্টার ইউনাইটেডের ডাচ তারকা পরিষ্কার জানিয়ে দিয়েছেন, রোনালদোকে উপহাস করতে ‘সিউ’ উদ্যাপন করেননি। তিনি বলেছেন, ‘এটা আমার আদর্শের জন্য। এটা এমন না যে আমি তাকে ব্যঙ্গ করছি বা তেমন কিছু। আমি সব সময় বলেছি, আমার জন্য এবং আমার ফুটবল ক্যারিয়ারে সে অনেক গুরুত্বপূর্ণ।’
হয়লুন্দের এই উদ্যাপনের জবাবে রোনালদো বলেছেন, ‘এটা আমার জন্য সমস্যা না। আমি জানি এখানে অসম্মানজনক কিছু ছিল না। আর পৃথিবীতে সে শুধু একা না যে আমার মতো উদ্যাপন করেছে। এটা বোঝার মতো যথেষ্ট বুদ্ধি আমার আছে। এটা আমার সম্মানেই করা।’
তবে পর্তুগিজ সুপারস্টার এরপরই বলেন নেশন লিগের কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগে উদ্যাপন নিজেই করতে চান, ‘আশা করি আগামীকাল (আজ রাতে) আমিও তাঁর সামনে উদ্যাপন করতে পারব। এটা দারুণ হবে। আমি আনন্দিত যে আমার উদ্যাপন তাঁর পছন্দ হয়েছে।’