বিনোদন

‘সিকান্দার’ সিনেমায় অভিনয়ের জন্য সালমানকে যেভাবে রাজি করান পরিচালক

বায়ান্ন বিনোদন ডেস্ক

ছবি: সংগৃহীত

মহামারির পর ‘সিকন্দর’ ছবির জন্য চিত্রনাট্য শোনাতে সালমান খানের বাড়ি ‘গ্যালাক্সি’তে যান পরিচালক এআর মুরুগাদোস।

এআর মুরুগাদোস এবং সালমান খানের প্রথম সাক্ষাৎ হয়েছিল মহারাষ্ট্রের মধদ্বীপে। যখন মুরুগাদোস ‘হলিডে’ ছবির শুটিং করছিলেন অক্ষয় কুমারের সঙ্গে। সেখানেই সালমানের প্রতি মুরুগাদোসের আগ্রহ তৈরি হয়।

‘সিকান্দার’ ছবির চিত্রনাট্য পড়ার পর সালমান খান কোন প্রতিক্রিয়া না জানিয়ে শুধুমাত্র একটি প্রশ্ন করেন আপনি টানা ১২ ঘণ্টা কাজ করতে পারবেন তো? এই প্রশ্নের মাধ্যমেই পরিচালকের কাছে সালমান বুঝিয়ে দেন যে, তিনি ছবিটি করতে চান। যদিও পরিচালক তাকে কাজের শর্ত দিয়েছিল।

প্রথমবার সালমান খান এবং মুরুগাদোসের পথ মধদ্বীপে একসঙ্গে মিলেছিল। যেখানে ‘হলিডে’ ছবির শুটিং চলছিল। এরপর বেশ কয়েক বছর পর ‘সিকন্দর’এর জন্য মুরুগাদোসের সঙ্গে কাজ করার সুযোগ আসে সালমানের।

পরিচালকের কাজের শর্ত এবং একাগ্রতা সালমানের মন জয় করে। প্রথমে সালমান খান পরিচালকের চিত্রনাট্য শুনে চলে যান। কিন্তু পরে তার শর্তে ফিরে আসেন তিনি। চিত্রনাট্য শুনে সালমান খান যে কাজ করতে আগ্রহী ছিলেন তা বুঝতে পেরেছিলেন মুরুগাদোস। তার এই পরিশ্রমের প্রতি শ্রদ্ধা এবং একসঙ্গে কাজ করার আগ্রহের কারণে 'সিকন্দর'এর শুটিং শুরু হয়।

এছাড়া, মুরুগাদোস আগে থেকেই নিজের লেখা চিত্রনাট্য ছাড়া অন্য কোনও অভিনেতার সঙ্গে কাজ না করার সিদ্ধান্ত নিয়ে ছিলেন। যেটি তার সালমান খানের সাথে ভবিষ্যতে কাজ করার পথ খুলে দেয়।

এসকে// 

এ সম্পর্কিত আরও পড়ুন ‘সিকন্দর | সালমান