বলিউড সুপারস্টার সালমান খান, যিনি 'ভাইজান' নামেও পরিচিত। তার নতুন সিনেমা ‘সিকান্দার’ মুক্তির আগে শুটিং চলাকালীন তিনি একে একে একাধিক চ্যালেঞ্জ মোকাবিলা করেছেন। তার মধ্যে অন্যতম ছিল খ্যাতনামা গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইয়ের পক্ষ থেকে আসা হত্যার হুমকি। তবে এসব সত্ত্বেও ‘সিকান্দার’ সিনেমার শুটিং বন্ধ করেননি কাজ চালিয়ে গেছেন তিনি।
এখন সেই সিনেমা অবশেষে ঈদে মুক্তি পাচ্ছে। এ নিয়ে ভক্তদের মধ্যে চলছে উত্তেজনা। ‘সিকান্দার’ সিনেমায় সালমান খানের বিপরীতে অভিনয় করেছেন দক্ষিণী তারকা রাশমিকা মান্দানা। প্রথমবারের মতো পর্দায় তাদের একসাথে দেখা যাবে। এ সিনেমার মুক্তি উপলক্ষে সম্প্রতি এক ইভেন্টে এক সাংবাদিক সালমান (৫৯ বছর) এবং রাশমিকার (২৮ বছর) বয়সের পার্থক্য নিয়ে প্রশ্ন তুলেছিলেন, যা নিয়ে অনেকেই সোশ্যাল মিডিয়ায় অনেক রকম মন্তব্য করেছেন।
সাংবাদিকের প্রশ্নে সালমান খান মজা করে উত্তর দেন, “যখন রাশমিকার বয়স নিয়ে কোনো সমস্যা হচ্ছে না, তখন আপনাদের কেন এত সমস্যা হচ্ছে? আর একটা কথা যখন রাশমিকা বিয়ে করবে, তার সন্তান হবে,আমি সেই মেয়ের বিপরীতেও অভিনয় করব। আমি নিশ্চিত, তার মা'র থেকে আমি অনুমতি পেয়ে যাব।” সালমানের এই মন্তব্য শুনে মঞ্চে উপস্থিত সকলেই হাসিতে ফেটে পড়েন এবং সাংবাদিকও হেসে লজ্জিত হন।
তাছাড়া ‘সিকান্দার’ ছবির আরও কিছু চরিত্রে অভিনয় করেছেন কাজল আগরওয়াল, সত্যরাজ, সুনীল শেঠি, শরমন জোশী ও প্রতীক বাবর। ছবিতে আরো রয়েছে অঞ্জিনী ধাওয়ান (বরুণ ধাওয়ানের ভাগ্নিও। এভাবে সিনেমার শুটিং চলাকালীনও নানা চ্যালেঞ্জের মধ্যে ‘সিকান্দার’ এখন সকলের সামনে আসছে। সালমানের সাহস ও হাস্যরসাত্মক মন্তব্য নিশ্চয়ই সিনেমার মুক্তির আগেই দর্শকদের মন জয় করেছে।
এসকে//