জাতীয়

জরুরি অবস্থা জারির বিষয়ে যা জানালেন স্বরাষ্ট্র সচিব

সামাজিক যোগাযোগ মাধ্যমে জরুরি অবস্থা জারি নিয়ে যে আলোচনা চলছে, সেটিকে গসিপ’ (খোশগল্প) বলে আখ্যায়িত করেছেন স্বরাষ্ট্রসচিব নাসিমুল গনি।

সোমবার (২৪ মার্চ) সচিবালয়ে মানব পাচার ও অবৈধ অভিবাসন প্রতিরোধে অস্ট্রেলিয়ার সঙ্গে এসওপি (স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর) সই শেষে তিনি এসব কথা বলেন

স্বরাষ্ট্রসচিব বলেনআমরা সতর্ক আছি, পুলিশ সতর্ক আছে, সবাই চেষ্টা করছি যে স্থিতিশীলতা আছে, সেটা যেন রক্ষা করতে পারি।

তিনি বলেন,  আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে প্রতি রাতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দুজন কর্মকর্তা প্যাট্রলিং (টহল) করছেন

তিনি আরও বলেন, আসন্ন ঈদুল ফিতরের পর ঢাকায় অবস্থিত হাইকমিশন থেকে বাংলাদেশের নাগরিকদের ভিসা দেয়ার প্রক্রিয়া শুরু করবে অস্ট্রেলিয়া।

 

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন স্বরাষ্ট্র সচিব