বাংলাদেশ ক্রিকেট দলের অন্যতম ব্যাটসম্যান তামিম ইকবালের হার্ট অ্যাটাকের খবরে তার সুস্থতা কামনা করে ফেসবুক স্ট্যাটাস দিয়েছেন ঢালিউড তারকা শাকিব খান।
সোমবার(২৪ মার্চ) দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক স্ট্যাটাসে ঢালিউড অভিনেতা লিখেছেন, ‘বাংলাদেশ ক্রিকেটের গর্ব তামিম ইকবালের দ্রুত সুস্থতা কামনা করছি। প্রার্থনা করি, আল্লাহ তাকে সম্পূর্ণ সুস্থ করে আমাদের মাঝে ফিরিয়ে আনুন। ’
প্রসঙ্গত, সোমবার সাভারের বিকেএসপির মাঠে ঢাকা প্রিমিয়ার লিগে শাইনপুকুরের বিপক্ষে টস করে ম্যাচ শুরু করলেও ফিল্ডিংয়ে নামার আগে বুকে তীব্র ব্যথা অনুভব করলে মাঠ ছেড়ে বেরিয়ে যান মোহামেডান স্পোর্টিং ক্লাবের অধিনায়ক তামিম ইকবাল। তাঁকে সাভারের কেপিজে স্পেশালাইজড হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
মোহামেডানের ম্যানেজার তরিকুল ইসলাম গণমাধ্যমকে জানিয়েছেন, শুরুতে তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নেওয়ার পরিকল্পনা ছিল। তবে হেলিকপ্টারে স্থানান্তর করার মতো শারীরিক উন্নতি না হওয়ায় সাভারেই চিকিৎসা দেওয়া হয়। এরপর কেপিজে স্পেশালাইজড হাসপাতালে রিং পরানোর উদ্যোগ নেওয়া হয়।
তামিমের হার্টে ব্লক ধরা পরা ও রিং পরানোর খবর জানিয়ে তাঁর অফিশিয়াল ফেসবুক পেজ থেকে একটি পোস্ট দিয়েছেন অ্যাডমিন। হাসপাতালে তামিমের স্ত্রী আয়েশা সিদ্দিকা, বড় ভাই নাফীস ইকবালসহ পরিবারের সদস্যরা উপস্থিত আছেন।
এদিকে, তামিমের শারীরিক অবস্থার খোঁজখবর নিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টার পক্ষে তাঁর উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ বিসিবি প্রধান নির্বাহী নিজামউদ্দিনের সঙ্গে যোগাযোগ রাখছেন বলে প্রধান উপদেষ্টার ফেসবুক পেজে জানানো হয়।
এমআর//