শরীয়তপুরের নড়িয়া উপজেলায় গাছ কাটাকে কেন্দ্র করে বাবা মকবুল হোসেন মোল্লাকে (৬৫) কুপিয়ে হত্যা করেছে ছেলে রুবেল মোল্লা (৩৩)। ঘটনার পর পালাতে গিয়ে হার্ট এট্যাক আক্রান্ত হয়ে মারা গেছেন রুবেল।
রোববার (২৪ মার্চ) সন্ধ্যা সাতটার দিকে উপজেলার মুক্তারের চর ইউনিয়নের চেরাগ আলী বেপারী কান্দি এলাকায় এই ঘটনা ঘটে। নড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম উদ্দিন মোল্লা গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।
পুলিশ ও স্থানীয়রা জানান, মালয়েশিয়া প্রবাসী রুবেলের মা কয়েক বছর আগে মারা যান। এরপর তার বাবা দ্বিতীয় বিয়ে করেন। এতে বাবা-ছেলের মধ্যে দূরত্ব তৈরি হয় এবং রুবেল আলাদা হয়ে বাবার বাড়ির পাশে নিজের জন্য একটি ঘর তৈরি করেন
রুবেল তার বাড়ির আশপাশে বেশ কিছু গাছ লাগিয়েছিলেন। সম্প্রতি মকবুল ছেলের অনুমতি ছাড়াই তার কয়েকটি গাছ কেটে ফেলেন। এ বিষয়ে জানতে পেরে রুবেল বাবার বাড়িতে গিয়ে এর কারণ জানতে চান। এক পর্যায়ে বাবা-ছেলের মধ্যে তর্ক-বিতর্ক হয়। পরে রুবেল রাগের মাথায় দেশীয় রামদা দিয়ে বাবার মাথায় এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করে।
আহত অবস্থায় মকবুলকে জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এদিকে হত্যাকাণ্ডের পর রুবেল পালিয়ে যাওয়ার চেষ্টা করলে বাড়ির পাশের ক্ষেতের মধ্যে পড়ে থাকা গাছের ডালের সঙ্গে তার লুঙ্গি আটকে যায়। এতে তিনি হোঁচট খেয়ে পড়ে যান এবং সেখানেই হার্ট অ্যাটাক করে মারা যান।
আই/এ