খেলাধুলা

তামিমের সুস্থতার জন্য দোয়া চাইলেন সাকিব

স্পোর্টস ডেস্ক

ছবি: সংগৃহীত

ঢাকা প্রিমিয়ার লিগের ম্যাচ খেলতে গিয়ে হঠাৎ করেই অসুস্থ হয়ে পড়েন তামিম ইকবাল। এরপর দেখা গেল, তিনি হার্ট অ্যাটাক করেছেন। হার্টে ব্লক ধরা পড়লে, সেখানে রিং পরাতে হলো। তামিমের এই কঠিন সময়ে তাকে নিয়ে অনেকেই বিভিন্ন বার্তা দিচ্ছেন। যুক্তরাষ্ট্র থেকে দীর্ঘদিনের সতীর্থ সাকিব আল হাসান এক ভিডিওবার্তায় তামিমের সুস্থতা কামনা করেছেন।

আজ (২৪ মার্চ) সাকিবের জন্মদিন। এই জন্মদিন উদযাপনে শুভেচ্ছা বিনিময়ের একটি ভিডিওবার্তা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। যেখানে সাকিব সবার কাছে তামিমের জন্য দোয়া কামনা করেছেন।

সাকিব বলেছেন, আশা করি তামিম তাড়াতাড়ি সুস্থ হবে! ওর জন্য দোয়া করবেন সবাই! ওর পরিবারের জন্য ডিফিকাল্ট টাইমটা যেন পার হয় ভালোভাবে! ইনশাআল্লাহ তামিম সুস্থ হবে!'

ভিডিওবার্তায় কথা বলছেন সাকিব আল হাসান
ভিডিওবার্তায় কথা বলছেন সাকিব আল হাসান

আজ, সোমবার সারাদিন বাংলাদেশের ক্রিকেট অঙ্গনে কেবল ছিল তামিমের খবর। সকালে বিকেএসপির ৩ নম্বর মাঠে শাইনপুকুর ও মোহামেডানের ম্যাচ ছিল। যেখানে মোহামেডানের পক্ষে টস করতে নেমেছিলেন অধিনায়ক তামিম। এরপরই হঠাৎ করে অসুস্থ অনুভব করেন তিনি। তাকে আশুলিয়ার কেপিজে হাসপাতালে আনা হলে, চিকিৎসকরা জানান, তামিমের হার্টে ব্লক রয়েছে। এরপর তার হার্টে রিং পরানো হয়।

তামিমকে এখন ৪৮ ঘণ্টার পর্যবেক্ষণে রাখা হয়েছে। যার প্রথম ২৪ ঘণ্টা গুরুত্বপূর্ণ। তবে এখন আগের চেয়ে অনেকটা ভালো আছেন তিনি। জ্ঞান ফেরার পর কথা বলেছেন পরিবারের সঙ্গে।

এমএইচ// 

এ সম্পর্কিত আরও পড়ুন তামিম ইকবাল | সাকিব আল হাসান