রাজনীতি

সেনাবাহিনীকে কোনোভাবেই প্রশ্নবিদ্ধ করা যাবে না : হাসনাত

৫ আগস্ট সেনাবাহিনী ছাত্র-জনতার পাশে ছিল। তারা কখনও জনগণের বিরুদ্ধে যাবে না। এটি রাষ্ট্রীয় প্রতিষ্ঠান। কোনোভাবেই প্রশ্নবিদ্ধ করা যাবে না। সেনাবাহিনীর বিরুদ্ধে জনতাকে দাঁড় করানো যাবে না, সেজন্য সবাইকে সতর্ক থাকতে হবে। বললেন, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চল মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ

সোমবার (২৪ মার্চ) বিকালে ব্রাহ্মণবাড়িয়ার কসবা মহিলা ডিগ্রি কলেজ প্রাঙ্গণে জাতীয় এনসিপির কসবা উপজেলা শাখা আয়োজিত ইফতার এবং দোয়া মাহফিলে এসব কথা বলেন তিনি।

হাসনাত বলেন, আপনাদের সামনে প্রতিজ্ঞা করতে চাই, আওয়ামী লীগ যে প্রতিষ্ঠানগুলো ধ্বংস করে দিয়েছিল, আপনাদের সঙ্গে নিয়ে আপনাদের সহযোগিতায় ওই প্রতিষ্ঠানগুলো জনগণের প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলা হবে

তিনি বলেন, আওয়ামী লীগের শাসন ব্যবস্থা ছিল আইয়ামে জাহেলিয়াতের মতো। জাহেলিয়াতের সময় যেরকম বিশৃঙ্খল পরিবেশ ছিলো, গুম-খুন, হত্যা ও নির্যাতন; আওয়ামী লীগের আমলেও জাহেলিয়াতের সবগুলো অপকর্ম বিদ্যমান ছিল। ৫ আগস্টের পর রাজনীতি করার অধিকার হারিয়েছে আওয়ামী লীগ। যে গণহত্যা চালিয়েছে তারা সেগুলোর বিচার কতটুকু হয়েছে, তা জনগণের সামনে তুলে ধরার সময় এসেছে।

তিনি আরও বলেন, প্রধান উপদেষ্টাকে অনুরোধ করবো, আওয়ামী লীগের রেজিস্ট্রেশন দ্রুত সময়ের মধ্যে বাতিল করতে হবে। বিচার প্রক্রিয়ার মাধ্যমে দলটাকে চিরদিনের জন্য বাংলাদেশে নিষিদ্ধ করতে হবে।

 

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন হাসনাত আবদুল্লাহ