আন্তর্জাতিক

মার্কিন পররাষ্ট্র দপ্তরের ব্রিফিংয়ে আবারও উঠলো বাংলাদেশ প্রসঙ্গ

আন্তর্জাতিক ডেস্ক

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের নিয়মিত ব্রিফিংয়ে আবারও উঠে এসেছে বাংলাদেশের প্রসঙ্গ। স্থানীয় সময় সোমবার (২৪ মার্চ) অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এক সাংবাদিক বাংলাদেশে চরমপন্থি হামলার আশঙ্কা ও সাংবাদিকদের গ্রেপ্তারের বিষয়ে প্রশ্ন তোলেন। 

তবে সরাসরি এই প্রশ্নের উত্তর দেননি পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ট্যামি ব্রুস। তিনি জানান, ট্রাম্প প্রশাসন ও মার্কিন পররাষ্ট্রমন্ত্রী সব ধরনের বিষয়ে কূটনৈতিক সমস্যা সমাধানে প্রতিশ্রুতিবদ্ধ।

সংবাদ সম্মেলনে প্রশ্নকারী দাবি করেন, বাংলাদেশের সেনাপ্রধান সাম্প্রতিক সময়ে ইসলামপন্থি, চরমপন্থি হামলার আশঙ্কার কথা বলেছেন। এই পরিস্থিতিতে যুক্তরাষ্ট্র কীভাবে বাংলাদেশকে সন্ত্রাসবাদের হাত থেকে রক্ষা করতে কাজ করছে? এছাড়া ড. মুহাম্মদ ইউনূসের সরকারের অধীনে সাংবাদিকের বেআইনি কারাদণ্ডের বিষয়টি কীভাবে যুক্তরাষ্ট্র কিভাবে দেখছে এবং বাংলাদেশে সংবাদপত্রের স্বাধীনতা সমুন্নত রাখার জন্য মার্কিন সরকার কীভাবে কাজ করছে?

জবাবে ট্যামি ব্রুস বলেন,  হ্যাঁ, ঠিক আছে। আমরা যেসব প্রশ্নের মুখোমুখি হই, আমার মনে হয় আমরা অন্যান্য দেশগুলোকে কীভাবে পরিচালনা করি, তাদের বন্ধু হিসেবে বিবেচনা করলে তাদের কাছ থেকে আমরা কী আশা করি, যদি আমরা তাদের আমাদের বন্ধু মনে করি, তাহলে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়গুলোতে ফিরে যাই তা হলো— কূটনৈতিক পরিস্থিতি।

তিনি আরও বলেন, ‘আমাদের বর্তমান প্রশাসন ও পররাষ্ট্রমন্ত্রী কূটনৈতিক সমাধানের প্রতি অঙ্গীকারবদ্ধ। তারা বিশ্বজুড়ে মিত্র দেশগুলোর সঙ্গে সরাসরি আলোচনা করেন, আলোচনায় মানবাধিকার ও ন্যায়বিচারকে গুরুত্ব দেওয়া হয়।’ 

 

এছাড়া, মার্কিন প্রেসিডেন্টও বিষয়গুলোকে গুরুত্ব সহকারে দেখছেন বলে জানান ট্যামি ব্রুস। তিনি বলেন, ‘আমরা প্রত্যাশা করি, বাংলাদেশসহ সব দেশ তাদের নাগরিকদের অধিকার রক্ষা করবে এবং মানবাধিকারের আন্তর্জাতিক মানদণ্ড মেনে চলবে।’

এ সম্পর্কিত আরও পড়ুন যুক্তরাষ্ট্র | পররাষ্ট্র দপ্তর