বাংলাদেশের ক্রিকেট অঙ্গন মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে গিয়েছিল। বাংলাদেশ শুধু নয়, বিশ্ব ক্রিকেটের নানা জনের মতামত ভেসে বেড়াতে থাকে সামাজিক যোগাযোগমাধ্যমে। সোমবার (২৪ মার্চ) তামিম ইকবাল হঠাৎ করেই অসুস্থ হয়ে পড়লেন। তিনি ক্রিকেটের মানুষ, ক্রিকেট মাঠেই ছিলেন। ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) ম্যাচ খেলতে নেমে টস করলেন, এরপরই শরীরটা আর ভালো লাগছিল না তার।
পরে জানা যায়, দুইবার হার্ট অ্যাটাক হয় তামিমের। সাভারের কেপিজে হাসপাতালে তাৎক্ষণিক চিকিৎসার জন্য নেওয়া হয় তাকে। সেখানে হার্টের ব্লক ধরা পড়ে, সাথে সাথে তাকে রিং পরানো হয়।
তামিমকে রাখা হয়েছে ৪৮ ঘণ্টার পর্যবেক্ষণে। যার প্রথম ২৪ ঘণ্টা খুবই গুরুত্বপূর্ণ বলে জানিয়েছেন সংশ্লিষ্ট চিকিৎসকরা। এখন তিনি অনেকটা ভালো বোধ করছেন। জ্ঞান ফেরার পর কথা বলেছেন পরিবারের সঙ্গেও।
গণমাধ্যমের বরাতে জানা যায়, আজ (মঙ্গলবার) তামিমকে কিছু পরীক্ষা-নিরীক্ষা করা হবে। যদি সব ঠিক থাকে, তবে সন্ধ্যা বা রাতের দিকে বসুন্ধরার এভারকেয়ার হাসপাতালে নেওয়ার কথা রয়েছে বাংলাদেশের এই সাবেক অধিনায়ককে।
এমএইচ//