আন্তর্জাতিক

গাজায় মধ্যরাতে ইসরাইলি হামলায় নিহত ২৩

আন্তর্জাতিক ডেস্ক

ছবি: সংগৃহীত

অবরুদ্ধ গাজা উপত্যকায় মধ্যরাত থেকে ভোর পর্যন্ত হামলা চালিয়ে অন্তত ২০ জন ঘুমন্ত ফিলিস্তিনিকে হত্যা করেছে দখলদার ইসরাইল বাহিনী।

মঙ্গলবার (২৫ মার্চ) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা এ তথ্য জানায়।

যুদ্ধবিরতি বানচাল করে গেলো ১৮ মার্চ থেকে গাজায় নতুন করে ধ্বংসযজ্ঞ শুরু করেছে দখলদার ইসরাইল।

ট্রাম্পের সমর্থনে করা এই হামলায় এখন পর্যন্ত অন্তত ৭০০ ফিলিস্তিনি নিহত হয়েছে যাদের মধ্যে  অন্তত ৪০০ জন নারী ও শিশু রয়েছে। এছাড়া এ হামলায় হামাসের বেশ কয়েকজন শীর্ষ কর্মকর্তা নিহত হয়েছেন।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছেন ২০২৩ সাল থেকে এখন পর্যন্ত দখলদার ইসরাইল বাহিনীর বর্বর হামলায় অন্তত ৫০ হাজার ৩৩ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরও ১ লাখ ১৩ হাজার ২৭৪ জন। 

এছাড়া দখলদার ইসরাইলের হামলায় বাস্তুচ্যুত হয়েছে লাখ লাখ মানুষ। হাজার হাজার স্কুল, ধর্মীয় উপাসনালয় ও হাসপাতাল ধ্বংস হয়েছে।

এমএ// 

এ সম্পর্কিত আরও পড়ুন গাজা | ফিলিস্তিন