বিনোদন

সুনীল কন্যার ঘর আলো করে এসেছে নতুন সদস্য

বিনোদন ডেস্ক

ছবি: সংগৃহীত

জীবনের নতুন একটি অধ্যায় শুরু করেছেন বলিউড অভিনেত্রী আথিয়া শেঠি এবং ভারতীয় ক্রিকেট তারকা কেএল রাহুল।  সোমবার (২৪ মার্চ) ২০২৫ গভীর রাতে সামাজিক মাধ্যমে এই সুখবরটি শেয়ার করেন তারা।

তারা জানিয়ে দেন, তাদের ঘর আলো করে এসেছে একটি কন্যা সন্তান।  এই খবরে তারা তাদের নবজাতকের জন্য সকলের আশীর্বাদ চেয়েছেন।

এ খবর শোনার পর আথিয়া ও রাহুলের ভক্তদের মধ্যে আনন্দের ঝড় উঠেছে।  তাদের অনুরাগীরা কন্যা সন্তানের আগমনে অভিনন্দন জানাতে শুরু করেছেন।  এই বিশেষ মুহূর্তে নতুন অভিভাবক হওয়া জুটি সকলের সঙ্গে তাদের আনন্দ ভাগ করেছেন।

এদিকে রাহুল বর্তমানে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ২০২৫-এ দিল্লি ক্যাপিটালসের জার্সি পরে খেলা শুরু করেছেন।  সোমবার দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে তার প্রথম ম্যাচে খেলার পরেই তিনি প্রথমবার বাবা হওয়ার সুখবরটি পান।

রাহুল এবং আথিয়া ২০১৯ সালে তাদের প্রেমের সম্পর্ক শুরু করেন।  তবে সেই সময় তাদের সম্পর্কটি গোপন রাখা হয়েছিল। এরপর ২০২৩ সালের ২৩ জানুয়ারি তারা একে অপরকে জীবনসঙ্গী হিসেবে বেছে নেন এবং বিবাহবন্ধনে আবদ্ধ হন।

এসকে//