আইসিসির চ্যাম্পিয়নস ট্রফির ফাইনালে মুখোমুখি হচ্ছে ভারত ও নিউজিল্যান্ড। খেলায় টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে নিউজিল্যান্ড।
রোববার (৯ মার্চ) দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে টস জিতে শুরুতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন কিউই অধিনায়ক মিচেল স্যান্টনার। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় দুপুর ৩টায়।
নিউজিল্যান্ড একাদশ: উইল ইয়াং, রাচিন রবীন্দ্র, কেইন উইলিয়ামসন, টম ল্যাথাম, গ্লেন ফিলিপস, মাইকেল ব্রেসওয়েল, মিচেল স্যান্টনার (অধিনায়ক), ডারিল মিচেল, কাইল জেমিসন ও উইল ও'রোর্ক।
ভারত একাদশ: রোহিত শর্মা (অধিনায়ক), সুবমান গিল, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, আক্সার প্যাটেল, কেএল রাহুল, হার্ডিক পান্ডেয়া, রাভিন্দ্র জাদেজা, মোহাম্মদ শামী, কুলদীপ যাদব ও ভারুন চক্রবর্থ্য।
এমএ//