খেলাধুলা

আর্জেন্টিনাকে 'গুঁড়িয়ে' দিতে চান রাফিনিয়া

স্পোর্টস ডেস্ক

ছবি: সংগৃহীত

আর্জেন্টিনার জন্য যতটা সুখকর তথ্য, ব্রাজিলের জন্য অনেকখানি হতাশার। ছয় বছর হয়ে গেছে, আর্জেন্টিনাকে হারাতে পারছে না সেলেসাওরা। এর আগের ৪ বারের দেখায় ৩ বার জিতেছে আর্জেন্টিনা। এক ম্যাচ ড্র হয়েছে। সেই তিনবারই ব্রাজিলকে ১-০ গোলে পরাজিত করেছে আকাশী-নীল দল।

আগামীকাল, বুধবার (২৬ মার্চ) ভোরে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে আর্জেন্টিনার বিপক্ষে মাঠে নামতে যাচ্ছে ব্রাজিল। এই ম্যাচ দিয়ে নিজেদের খরা কাটাতে চায় হলুদ জার্সিধারীরা।

এরমধ্যে ব্রাজিলিয়ান কিংবদন্তি রোমারিওকে একটি সাক্ষাৎকার দিয়েছেন রাফিনিয়া। দুই ব্রাজিলিয়ানের আড্ডায় রাফিনিয়া ছিলেন বেশ রোমাঞ্চিত। আর্জেন্টিনাকে হারানোর প্রত্যয় দেখা গেছে তার কণ্ঠে।

‘রোমারিও টিভি’কে দেওয়া সেই সাক্ষাৎকারে রাফিনিয়া বলেন, ‘আমরা তাদের অবশ্যই হারাব। গুঁড়িয়ে দেব। মাঠে এবং প্রয়োজন হলে মাঠের বাইরেও। নিশ্চিতভাবে আমি গোল করতে যাচ্ছি। আমরা যা আছে সব নিয়ে মাঠে নামব।’

ব্রাজিল তাদের সবশেষ ম্যাচে কলম্বিয়ার বিপক্ষে জয় পেয়েছে। এদিকে আর্জেন্টিনা জয় তুলেছে উরুগুয়ের বিপক্ষে।

এমএইচ//

 

 

 

এ সম্পর্কিত আরও পড়ুন ব্রাজিল | আর্জেন্টিনা