খেলাধুলা

তামিমকে দেখতে হাসপাতালে যাচ্ছেন সাকিবের মা-বাবা

স্পোর্টস ডেস্ক

ছবি: ফাইল

তামিম ইকবালকে দেখতে হাসপাতালে যাচ্ছেন সাকিব আল হাসানের বাবা-মা। মঙ্গলবার (২৫ মার্চ) সাকিবের বাবা মাশরুর রেজা ও মা শিরীন আক্তার সাভারের কেপিজে হাসপাতালে যাবেন তারা। 

গণমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন, ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) সমন্বয়কারী সাব্বির আহমেদ রুবেল।

সোমবার (২৪ মার্চ) তামিম ইকবাল হঠাৎ করেই অসুস্থ হয়ে পড়লেন। তিনি ক্রিকেটের মানুষ, ক্রিকেট মাঠেই ছিলেন। ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) ম্যাচ খেলতে নেমে টস করলেন, এরপরই শরীরটা আর ভালো লাগছিল না তার।

পরে জানা যায়, দুইবার হার্ট অ্যাটাক হয় তামিমের। সাভারের কেপিজে হাসপাতালে তাৎক্ষণিক চিকিৎসার জন্য নেওয়া হয় তাকে। সেখানে হার্টের ব্লক ধরা পড়ে, সাথে সাথে তাকে রিং পরানো হয়।

তামিমকে রাখা হয়েছে ৪৮ ঘণ্টার পর্যবেক্ষণে। যার প্রথম ২৪ ঘণ্টা খুবই গুরুত্বপূর্ণ বলে জানিয়েছেন সংশ্লিষ্ট চিকিৎসকরা। এখন তিনি অনেকটা ভালো বোধ করছেন। জ্ঞান ফেরার পর কথা বলেছেন পরিবারের সঙ্গেও।

তামিমের সুস্থতা কামনায় অনেকেই বার্তা দিয়েছেন। সাকিবের পক্ষ থেকেও এসেছে বার্তা। দীর্ঘদিনের সতীর্থ তামিমের প্রতি সাকিব তার ফেসবুক পেজে গতকাল লিখেছেন, আজ আমার জন্য বিশেষ দিন, কিন্তু মনটা পুরোপুরি আনন্দে নেই, কারণ আমার প্রিয় সতীর্থ ও বন্ধু তামিম ইকবাল অসুস্থ। মাঠে আমরা একসঙ্গে অনেক লড়াই করেছি, অনেক স্মৃতি রয়েছে, আর সবসময় চাইব আমাদের এই পথচলা আরও দীর্ঘ হোক। তামিম, তুমি বাংলাদেশের ক্রিকেটের অন্যতম বড় শক্তি। তোমার দ্রুত সুস্থতা ও মাঠে ফিরে আসার জন্য দোয়া করছি। ইনশাআল্লাহ, তুমি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসবে। তামিমের জন্য আপনার দোয়াই হবে, আমার জন্মদিনের সেরা উপহার । দোয়া করবেন—আমার ভাই তামিম যেন দ্রুত সুস্থ হয়ে আবার মাঠে ফিরতে পারে!’

এমএইচ// 

এ সম্পর্কিত আরও পড়ুন তামিম ইকবাল | সাকিব আল হাসান | মা- বাবা