তিন মাসের বকেয়া বেতন, ঈদ বোনাসসহ বিভিন্ন পাওনার দাবিতে বিক্ষোভ করেছে গার্মেস্ট শ্রমিকরা। টানা তিনদিন শ্রম মন্ত্রণালয়ের সামনে কর্মসূচি পালন করে সচিবালয় অভিমুখে মিছিল নিয়ে গেলে পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে।
মঙ্গলবার (২৫ মার্চ) দুপুর ১২টার দিকে পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী সকালে শ্রম ভবনের সামনে গার্মেন্টস শ্রমিকরা জড়ো হন। সকাল পৌনে ১১টায় তারা মিছিল নিয়ে সচিবালয়ের দিকে অগ্রসর হতে থাকেন। সোয়া ১১টায় তোপখানা রোডে পৌঁছালে পুলিশের বাধার মুখে পড়েন তারা।
শ্রমিকরা ক্ষিপ্ত হয়ে উঠলে পুলিশ তাদের সরিয়ে দিতে ধাওয়া দেয়। পাল্টা প্রতিক্রিয়ায় শ্রমিকরা পুলিশের ওপর ইটপাটকেল নিক্ষেপ করেন। এতে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে।
এসময় শ্রমিকরা পুলিশের একটি গাড়ি ভাঙচুর করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল নিক্ষেপ করে। শ্রমিকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়লে তারা ছত্রভঙ্গ হয়ে যান। পরে শ্রমিকরা আবারও শ্রম ভবনের সামনে অবস্থান নেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, আন্দোলনকারীদের মধ্যে টিএনজেড অ্যাপারেলস, অ্যাপারেল প্লাস ইকো লিমিটেড, রোর ফ্যাশন, স্টাইল ক্রাফট গার্মেন্টস ও ডার্ড কম্পোজিট টেক্সটাইল লিমিটেডের পাঁচ শতাধিক শ্রমিক ও কর্মচারী রয়েছেন।
এমএ//