যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ ‘ভুলক্রমে’ ইয়েমেনে হুতিদের ওপর হামলার পরিকল্পনা নিয়ে গঠিত এক গোপন চ্যাট গ্রুপে এক সাংবাদিকে যুক্ত করে দেন। মঙ্গলবার (২৪ মার্চ) মার্কিন সংবাদমাধ্যম দ্য আটলান্টিক এ তথ্য জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়, হুতিদের বিরুদ্ধে সামরিক অভিযানের সময়সূচি, লক্ষ্যবস্তু ও অস্ত্র সংক্রান্ত তথ্য নিয়ে আলোচনা করা একটি সিগন্যাল চ্যাট গ্রুপে ভুলবশত একজন সাংবাদিক যুক্ত হন। এই চ্যাট গ্রুপটি মূলত যুক্তরাষ্ট্রের শীর্ষ প্রতিরক্ষা ও নিরাপত্তা কর্মকর্তাদের মধ্যে গোপন তথ্য আদান-প্রদানের জন্য তৈরি হয়েছিল।
‘হুতি পিসি স্মল গ্রুপ’ নামের গ্রুপ চ্যাটটিতে ট্রাম্প প্রশাসনের জাতীয় নিরাপত্তা দলের মূল সদস্যরা অন্তর্ভুক্ত ছিলেন। যার মধ্যে পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর পরিচিতি ‘MAR’, ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স পরিচিতি ‘JD Vance’, ‘TG’ সম্ভবত জাতীয় গোয়েন্দা পরিচালক তুলসী গ্যাবার্ড এবং ‘SM’ সম্ভবত স্টিভেন মিলার।
প্রতিবেদনে বলা হয়, দ্য আটলান্টিকের প্রধান সম্পাদক হামলার প্রায় দুই ঘণ্টা আগে, স্থানীয় সময় ১৫ মার্চ সকাল ১১টা ৪৪ মিনিটে হেগসেথের কাছ থেকে একটি বার্তা পান। সেখানে অপারেশনের বিস্তারিত বিবরণ দেওয়া ছিল।
চ্যাট গ্রুপে ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স আশঙ্কা প্রকাশ করেন যে, এই হামলা প্রেসিডেন্টের ইউরোপীয় নীতির সঙ্গে সাংঘর্ষিক হতে পারে এবং এটি জ্বালানি তেলের দাম বাড়িয়ে দেবে। তবে তিনি দলের সিদ্ধান্তকে সম্মান জানাতে রাজি ছিলেন।
অন্যদিকে, প্রতিরক্ষামন্ত্রী হেগসেথ এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ওয়াল্টজ দ্রুত হামলা চালানোর পক্ষে ছিলেন। হেগসেথ বলেন, ‘কয়েক সপ্তাহ অপেক্ষা করলেও কৌশলগত কোনো পরিবর্তন হবে না, তাই এখনই আঘাত হানা উচিত।’
গ্রুপের আরেক সদস্য ‘SM’ জানান, প্রেসিডেন্ট এই হামলার বিষয়ে সম্পূর্ণ অবগত ছিলেন এবং অনুমোদন দিয়েছেন। পাশাপাশি, মিসর ও ইউরোপীয় মিত্রদের দ্রুত অবহিত করা হবে বলে উল্লেখ করা হয়।
ইয়েমেনে হামলা সফল হওয়ার পর চ্যাট গ্রুপে প্রশংসার বন্যা বয়ে যায়। মাইক ওয়াল্টজ একে ‘অসাধারণ অপারেশন’ হিসেবে বর্ণনা করেন, আর হোয়াইট হাউসের চিফ অব স্টাফ সুজি উইলস বলেন, ‘সবার প্রতি কৃতজ্ঞতা।’
এ বিষয়ে জানতে চাইলে দ্য আটলান্টিককে জাতীয় নিরাপত্তা পরিষদের মুখপাত্র ব্রায়ান হিউজ সিগন্যাল থ্রেডের সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, কীভাবে ভুলবশত একজন সাংবাদিক চ্যাট গ্রুপে যুক্ত হলেন, তা খতিয়ে দেখা হচ্ছে। পরে ওই সাংবাদিক বিষয়টির গুরুত্ব অনুধাবন করে নিজেই গ্রুপ থেকে বের হয়ে যান।
সূত্র: দ্য আটলান্টিক
এমএ//