দেশজুড়ে

পুকুর থেকে তিন মেয়ে শিশুর লাশ উদ্ধার

বায়ান্ন প্রতিবেদন

ছবি: সংগৃহীত

কক্সবাজারের ঈদগাঁও উপজেলার একটি পরিত্যক্ত পুকুর থেকে তিন মেয়ে শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল সোমবার (২৪ মার্চ) জালালাবাদ ইউনিয়নের বাহারছড়া ইউনিয়নের ওই পুকুর থেকে রাত ৮টার দিকে জাল ফেলে এসব মরদেহ উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ঈদগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মসিউর রহমান।

নিহত শিশুরা হলো বাহারছড়া গ্রামের মনজুর আলমের মেয়ে মরিয়ম আক্তার (১০), ইউসুফ নবীর মেয়ে রিয়া মনি (৯) ও জাফর আলমের মেয়ে তসলিমা বেগম (৮)। 

এ বিষয়ে নিহত মরিয়মের বাবা মনজুর আলম বলেন, সোমবার বিকেল চারটার দিকে ওই তিন শিশু বিকেলে শাক তুলতে পুকুরের কাছে গিয়েছিল। আর সেই সময় তারা পুকুরে পড়ে ডুবে যায়। তাদের মধ্যে কেউই সাঁতার জানত না।  

জালালাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলমগীর তাজ গণমাধ্যমকে বলেন, পরিত্যক্ত পুকুরে শাক তুলতে গিয়ে তিনটি শিশুর মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। রাতে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাদের দাফন করা হয়।

এসকে// 

 

এ সম্পর্কিত আরও পড়ুন মরদেহ উদ্ধার | তিন মেয়ে শিশু