তামিম ইকবালের শারীরিক অবস্থার উন্নতি হলেও, জটিলতা এখনো রয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবু জাফর জানিয়েছিলেন, তামিমকে পর্যবেক্ষণে রাখা উচিত এবং অন্য কোথাও স্থানান্তর করা কিছুটা ঝুঁকিপূর্ণ। অবশ্য এই সিদ্ধান্ত পরিবারের ওপর থাকবে বলেও জানিয়েছিলেন তিনি। তবে এখন জানা গেছে, তামিমকে আজ (মঙ্গলবার) সন্ধ্যার পর ঢাকায় আনা হবে।
সাভারের কেপিজে হাসপাতালে তামিমকে দেখতে এসেছিলেন মোহামেডান স্পোর্টিং ক্লাবের পরিচালক মাসুদুজ্জামান। হাসপাতাল থেকে বেরিয়ে সংবাদমাধ্যমকে তিনি বলেন, ‘তামিম আজকে সন্ধ্যায় ঢাকা নেওয়া হবে। এই প্রোগ্রাম (সিদ্ধান্ত) নিয়েছে তার পরিবার। সম্ভবত এভারকেয়ারে যাবে তারা ইফতারের পর। শঙ্কাটা কেটে গেছে, এখানে খুব ভালো ট্রিটমেন্ট হয়েছে, এটা তো আপনারা সবাই জানেন।’
তিনি আরও বলেন, ‘এয়ার এম্বুলেন্সে যাবে না, প্রটোকল নিয়েই যাবে এম্বুলেন্সে। সে ভালো আছে রেস্ট নিচ্ছে। আমার সঙ্গে দেখা হয়নি তার, তার স্ত্রী আছে আর একজন অ্যাটেন্ডেন্স ছাড়া স্বাস্থ্যগত কারণে কারও সাক্ষাতের অনুমতি নেই।’
তামিমের বর্তমান পরিস্থিতি আগের চেয়ে ভালো থাকায় তার পরিবার তাকে ঢাকায় স্থানান্তর করার সিদ্ধান্ত নিয়েছে। মাঠের ক্রিকেটে ফেরার আগে তার ৩ মাস পর্যবেক্ষণে থাকা উচিত হবে বলে জানিয়েছেন চিকিৎসকরা।
এমএইচ//