যুক্তরাষ্ট্রপ্রবাসী বাংলাদেশিদের সম্মানে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গেলো শনিবার (২২ মার্চ) ওয়াশিংটনে এর আয়োজন করে ভার্জিনিয়ার তথ্য ও প্রযুক্তিবিষয়ক স্বনামধন্য প্রতিষ্ঠান ডাটা গ্রুপ।
ইফতারের আগে দেশ ও মুসলিম উম্মাহর সুখ, শান্তি ও সমৃদ্ধ কামনায় দোয়া পরিচালনা করেন স্থানীয় আল বারাকা মসজিদের ইমাম।
এর আগে, ইফতারপূর্ব সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন ডাটা গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা(সিইও) এবং যুক্তরাষ্ট্র ওয়শিংটন শাখা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের(বিএনপি) সেক্রেটারি জেনারেল ইঞ্জিনিয়ার জাকির হোসেন।
এসময় তিনি বলেন, আজকের ইফতার পার্টি আয়োজন করা হয়েছে ডাটা গ্রুপের পক্ষ থেকে।হোস্টিং করেছে দ্য আল বারাকা মসজিদ। শুধু এই মসজিদের জন্য নয়, আপনারা মুসলমান ব্রাদার এন্ড সিস্টার যারা অছেন আপনারা এ মসজিদসহ অন্য যেকোনো মসজিদে আপনারা ডোনেশন করতে পারবেন। ইটস ফর ইউ। আজকের এই ডোনেশন আপনার পরকালে আপনার সাথে যাবে বলে আমি বিশ্বাস করি। আমিসহ মুসলমান ভাই-বোন যারা আছে প্রত্যেকে বিশ্বাস করি।’
ডাটা গ্রুপের সিইও আরও বলেন, ‘আমি অনুরোধ করবো আপনার দান ছোট হোক সেটা দান। আর দানটা যদি আপনার ক্যাপাবিলিটির মধ্যে হয় ১০০ টাকাও এক হাজার টাকার চাইতে বড় হতে পারে। তাই আমি আশা করি হানড্রেড থাউজেন্ড ডলার ইজ আওয়ার টার্গেট টু ডু দ্য কনস্ট্রাকশন। উই হ্যাভ রেইজড অল আদার মানি, উই আর অনলি শর্টেজ অনলি হানড্রেড থাউজেন্ড ডলার। উইথ দ্য ব্লেসিংস অফ আল্লাহ, উইথ দ্য রহমত অফ আল্লাহ,আমি বিশ্বাস করি এই একশো হাজার ডলার উইদিন এ উইকে আপনাদের সকলের সহযোগিতায় কালেকশন হয়ে যাবে।’
ইফতার মাহফিলে প্রতিষ্ঠানের সাবেক ও বর্তমান শিক্ষার্থী ও তাদের পরিবারের সদসরা অংশগ্রহণ করেন।
এছাড়া, আমন্ত্রিত অতিথি হিসেবে যোগ দেন ওয়াশিংটন ডিসির বাংলাদেশি কমিউনিটির তিন শতাধিক বিশিষ্ট ব্যক্তি।
এমআর//