দেশজুড়ে

ট্রেনের সঙ্গে তরমুজবোঝাই ট্রাকের ধাক্কা, আহত ৩

ছবি: সংগৃহীত

জামালপুরে ট্রেনের সঙ্গে তরমুজবোঝাই ট্রাকের ধাক্কায় ট্রেন চালকসহ তিনজন আহত হয়েছেন। এতে প্রায় দেড় ঘণ্টার মতো জামালপুর-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ থাকে।

বৃহস্পতিবার (২৭ মার্চ) দুপুর ১২টার দিকে সদর উপজলার নান্দিনা কানিল ঘুন্টি রেলক্রসিং এলাকায় এ ঘটনা ঘটে। জামালপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রবিউল ইসলাম গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা থেকে ছেড়ে আসা দেওয়ানগঞ্জগামী ৪৭৮ আপ কমিউটার ট্রেনটি সদর উপজেলার নান্দিনা কানিল ঘুন্টি রেলক্রসিং এলাকায় পৌঁছালে বেরিয়ার দিয়ে রাস্তা বন্ধ করে দেন দায়িত্বরত গেট কিপারএ সময় জামালপুরগামী তরমুজবোঝাই একটি ট্রাক বেরিয়ার ভেঙে রেল লাইনের ওপর থেমে যায়।

ট্রেনটি ট্রাকটিকে ঠেলে নিয়ে প্রায় ৩০০ মিটার দূরে একটি দোকানের ওপর আছড়ে ফেলে এতে ট্রেনের চালক, ট্রাকের চালক ও সহকারী গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।

রেলওয়ে কর্তৃপক্ষ থেকে অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে পুলিশ জানিয়েছে

 

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন তরমুজ | ট্রাক