জামালপুরে ট্রেনের সঙ্গে তরমুজবোঝাই ট্রাকের ধাক্কায় ট্রেন চালকসহ তিনজন আহত হয়েছেন। এতে প্রায় দেড় ঘণ্টার মতো জামালপুর-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ থাকে।
বৃহস্পতিবার (২৭ মার্চ) দুপুর ১২টার দিকে সদর উপজলার নান্দিনা কানিল ঘুন্টি রেলক্রসিং এলাকায় এ ঘটনা ঘটে। জামালপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রবিউল ইসলাম গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা থেকে ছেড়ে আসা দেওয়ানগঞ্জগামী ৪৭৮ আপ কমিউটার ট্রেনটি সদর উপজেলার নান্দিনা কানিল ঘুন্টি রেলক্রসিং এলাকায় পৌঁছালে বেরিয়ার দিয়ে রাস্তা বন্ধ করে দেন দায়িত্বরত গেট কিপার। এ সময় জামালপুরগামী তরমুজবোঝাই একটি ট্রাক বেরিয়ার ভেঙে রেল লাইনের ওপর থেমে যায়।
ট্রেনটি ট্রাকটিকে ঠেলে নিয়ে প্রায় ৩০০ মিটার দূরে একটি দোকানের ওপর আছড়ে ফেলে । এতে ট্রেনের চালক, ট্রাকের চালক ও সহকারী গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।
রেলওয়ে কর্তৃপক্ষ থেকে অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে পুলিশ জানিয়েছে।
আই/এ