জাতীয়

ঈদের আগে শেষ কর্মদিবস

নাড়ির টানে রাজাধানী ছাড়ছে মানুষ

ছবি: সংগৃহীত

আসছে ঈদুল  ফিতরের আগে শেষ কর্মদিবস আজ । কর্মঘণ্টা শেষ হওয়ার সাথেই শুরু হয়েছে ঈদের দীর্ঘ ছুটি। এবার বাড়ী ফেরার পালা রাজধানীবাসীর। ফলে ভীড় দেখা গেছে রাজধানীর বাস, লঞ্চ টার্মিনাল ও রেলওয়ে স্টেশনে।

বৃস্পতিবার (২৭ মার্চ) বিকেলে রাজধানীর বিভিন্ন সড়কে তীব্র যানজট দেখা যায়। যাত্রীদের গাড়ির অপেক্ষায় দাঁড়িয়ে থাকতে, পায়ে হেঁটে চলাচল করতে ও কিছু কিছু গণপরিবহনে যাত্রীর চাপও দেখা গেছে। তবে ধীরে ধীরে ফাঁকা হতে থাকে রাজধানীর প্রধান সড়কগুলো।

এবার টানা ৯ দিনের ছুটি পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা। তাই অফিস শেষ করেই বাড়ি ফেরার দৌড়ঝাঁপ শুরু হয়ে গেছে। যদিও সকাল থেকেই ঢাকা ছাড়তে দেখা গেছে অনেককে।

ঈদ যাত্রার চতুর্থ দিনে সকাল থেকে ঢাকা রেলওয়ে স্টেশনে আজ  গেলো তিন দিনের থেকে বেশি ভিড় দেখা যায়। তবে তবে বাস টার্মিনালগুলোতে ভোরে কিছুটা চাপ থাকলেও দুপুর নাগাদ স্বাভাবিক থাকে যাত্রী চাপ। তবে বিকেলের পর থেকে আবারও দেখায় যায় যাত্রী চাপ। 

এবার পবিত্র রমজান মাসে সব সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত ও আধা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে সকাল ৯টা থেকে বেলা সাড়ে ৩টা পর্যন্ত অফিস চলবে বলো নির্দেশনা দিয়েছিল সরকার। জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এই সিদ্ধান্ত জানানো হয়েছিল। রমজান মাসে সাহ্‌রি ও ইফতারের সময় বিবেচনায় এই সময়সূচি নির্ধারণ করা হয়েছিল বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছিল।

এমএ//

এ সম্পর্কিত আরও পড়ুন ঈদযাত্রা | ঈদের ছুটি