প্রবাস

রিয়াদে বাংলাদেশ দূতাবাসে মহান স্বাধীনতা দিবস উদযাপিত

মিজানুর রহমান, রিয়াদ প্রতিনিধি

ছবি: বায়ান্ন টিভি

যথাযথ ভাবগাম্ভীর্ষ ও নানা কর্মসূচির মাধ্যমে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন করেছে সৌদি আরবের রিয়াদে অবস্থিত বাংলাদেশ দূতাবাস।

বুধবার (২৬ মার্চ) সকালে দূতাবাস চত্বরে জাতীয় পতাকা উত্তোলন করেন সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. দেলওয়ার হোসেন। এরপর দূতাবাসে স্থাপিত অস্থায়ী স্মৃতিসৌধে  ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন রাষ্ট্রদূত। এসময় দূতাবাসের কর্মকর্তা ও কর্মচারীগণ উপস্থিত ছিলেন। এছাড়া রিয়াদের বাংলাদেশ কমিউনিটির বিভিন্ন সংগঠন এসময় স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।

দিবসটি উপলক্ষ্যে দূতাবাসের মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় রাষ্ট্রদূত দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব অর্জনে যে সকল অকুতোভয় বীর মুক্তিযোদ্ধা জীবন দিয়েছেন এবং  জুলাই-আগস্ট মাসে ফ্যাসিবাদের বিরুদ্ধে ছাত্র শ্রমিক জনতার অভ্যুত্থানে নিহত সকল শহিদকে শ্রদ্ধাভরে  স্মরণ করেন।

রাষ্ট্রদূত বলেন.  ‘বাংলাদেশ নামক এ রাষ্ট্রের জন্ম ও এই রাষ্ট্রের অগ্রগতি বিশেষ  করে অর্থনৈতিক অগ্রগতিতে প্রবাসীদের অসামান্য ভূমিকা রয়েছে।এছাড়া স্বাধীনতা সংগ্রামের সময় বিশ্ব জনমত গড়ে তোলার ক্ষেত্রে প্রবাসীদের অবদানের কথা তুলে ধরেন।পাশাপাশি মানবিক সহায়তা ও অর্থনৈতিক সহযোগিতার মাধ্যমে স্বাধীনতা অর্জনে সহায়তার  জন্য রাষ্ট্রদূত তাদের ভূমিকার কথা স্মরণ করেন।রাষ্ট্রদূত গুজব ও মিথ্যা তথ্য ছড়ানো থেকে বিরত থাকার জন্য এবং দেশকে সমৃদ্ধির পথে এগিয়ে নেয়ার জন্য সম্মিলিতভাবে যার যার অবস্থান থেকে  প্রচেষ্টা অব্যাহত রাখার জন্য সকলের প্রতি আহবান জানান ।

দিবসটি উপলক্ষ্যে প্রদত্ত রাষ্ট্রপতি, প্রধান উপদেষ্টা  ও পররাষ্ট্র উপদেষ্টার বাণী পাঠ করা হয়। দূতাবাসের কাউন্সেলর মো. রেজাউল ইসলামের  সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন রিয়াদস্থ বাংলাদেশ কমিউনিটির মোফাজ্জল হোসেন স্বপন,সোহাইল উল্লাহ ,সিদ্দিকুর রহমান ইমরান এবং ডা. গোলাম হাসনাইন সোহান।আলোচনা সভা শেষে দেশ ও জাতির কল্যাণের জন্য দোয়া করা হয়।

এমআর//

এ সম্পর্কিত আরও পড়ুন স্বাধীনতা দিবস