শুরু হয়েছে ঈদুল ফিতরের ছুটি। দীর্ঘ ৯ দিন ছুটির প্রথমদিন আজ। সকাল থেকেই নাড়ির টানে রাজধানীবাসী আপন নিবাসে ফিরতে শুরু করেছে। ফলে পদ্মা সেতু মাওয়া প্রান্তের টোল প্লাজায় দেখা দিয়েছে তীব্র যানজট।
শুক্রবার (২৮ মার্চ) সেতুর টোল প্লাজায় হাজার হাজার মোটরসাইকেলের ঢল নামে। ফলে টোল প্লাজায় ১ কিলোমিটারেরও বেশি দীর্ঘ যানবাহনের সারি দেখা যায়।
পদ্মা সেতুর ফলে যাত্রীদের ভোগান্তি কমলেও অতিরিক্ত গাড়ির চাপে যানজট সৃষ্টি হয়েছে বলে জানিয়েছে সেতু কর্তৃপক্ষ।
পদ্মা সেতুর নির্বাহী প্রকৌশলী আবু সাঈদ জানান, আজ সকাল থেকে টোল প্লাজায় গাড়ির চাপ বাড়তে থাকে। মোটরসাইকেলের জন্য আলাদা ৩টি বুথ চালু করা হয়েছে। সেতু এলাকায় বর্তমানে ১ কিলোমিটার পর্যন্ত যানজট দেখা যাচ্ছে।
মাওয়া ট্রাফিক পুলিশে টিআই জিয়া বলেন, আজ শুক্রবার ভোর হতে এক্সপ্রেসওয়েতে গাড়ি চলাচল বেড়েছে। পদ্মা সেতু টোল প্লাজা এলাকায় মোটরসাইকেলসহ সব ধরনের যানবহনের জট তৈরি হয়েছে।
হাসাড়া হাইওয়ে পুলিশ ফাড়ি সূত্রে জানা গেছে, ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বিভিন্ন পয়েন্টে চেকপোস্ট বসানো হয়েছে। দুর্ঘটনা রোধে পুলিশ যানবাহনের অতিরিক্ত গতি নিয়ন্ত্রণের চেষ্টা চালাচ্ছে।
এমএ//