আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের সঙ্গে পুরোনো সম্পর্কের ইতি: কানাডার প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

ছবি: বিবিসি

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে দ্বিতীয় মেয়াদে ডোনাল্ড ট্রাম্পের ক্ষমতায় বসার পর বিশ্ববাজারে নতুন করে বাণিজ্য সংকট দেখা দিয়েছে। সম্প্রতি যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের মিত্র ও প্রতিবেশী রাষ্ট্র কানাডার সকল পণ্যের ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপ করেছে ট্রাম্প প্রশাসন।  

এছাড়া আমদানিকৃত গাড়ি ও যানবাহনের যন্ত্রাংশের ওপরও একই পরিমাণ শুল্ক বসানোর ঘোষণা দিয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্র, যা কানাডার অর্থনীতির ওপর বড় প্রভাব ফেলতে পারে। এমন অবস্থায় যুক্তরাষ্ট্রের সঙ্গে পুরোনো সম্পর্ক ‘শেষ’ বলে মন্তব্য করেছেন কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি।

শুক্রবার (২৮ মার্চ) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি। অটোয়ায় মন্ত্রিসভার বৈঠকের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এই মন্তব্য করেন তিনি। 

মার্ক কার্নি বলেন, কানাডা ও যুক্তরাষ্ট্রের সম্পর্ক দীর্ঘদিন ধরে অর্থনৈতিক সমন্বয় ও সামরিক সহযোগিতার ওপর ভিত্তি করে গড়ে উঠেছিল। তবে ট্রাম্প প্রশাসনের নতুন শুল্কারোপের ফলে সেই সম্পর্কের অবসান ঘটেছে।

কার্নি আরও জানান, যুক্তরাষ্ট্রের সিদ্ধান্তের প্রতিক্রিয়ায় কানাডা প্রতিশোধমূলক শুল্ক আরোপ করবে, যা যুক্তরাষ্ট্রের ওপর উল্লেখযোগ্য প্রভাব ফেলবে। 

এর আগে গেলো বুধবার (২৬ মার্চ) ট্রাম্প ঘোষণা দেন যে, আমদানিকৃত যানবাহন ও এর যন্ত্রাংশের ওপর ২৫ শতাংশ কর স্থায়ীভাবে কার্যকর করা হবে। এ বিষয়ে কার্নি বলেন, এই শুল্ক কার্যত ১৯৬৫ সালে স্বাক্ষরিত কানাডা-মার্কিন অটোমোটিভ চুক্তির সমাপ্তি টেনে দিয়েছে। 

তিনি জোর দিয়ে বলেন, কানাডাকে এখন এমন একটি অর্থনৈতিক কাঠামো গড়ে তুলতে হবে, যেখানে দেশটি নিজস্ব বাণিজ্য ও উৎপাদন ব্যবস্থা নিয়ন্ত্রণ করতে পারে। পাশাপাশি, অন্যান্য অংশীদারদের সঙ্গে নতুন করে বাণিজ্য সম্পর্ক স্থাপনের বিষয়টিও গুরুত্ব সহকারে বিবেচনা করতে হবে। 

ভবিষ্যতে যুক্তরাষ্ট্রের সঙ্গে কানাডার সম্পর্ক কীভাবে এগোবে, তা এখন সময়ই বলে দেবে বলে মন্তব্য করেন কার্নি।

এমএ//

এ সম্পর্কিত আরও পড়ুন | যুক্তরাষ্ট্রের | সঙ্গে | পুরোনো | সম্পর্কের | ইতি | কানাডার | প্রধানমন্ত্রী |